ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিছিয়ে গেলেন বাইডেন

আইওয়া ককাসে এগিয়ে বুটিজেগ ও স্যান্ডার্স

প্রকাশিত: ১০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২০

আইওয়া ককাসে এগিয়ে বুটিজেগ ও স্যান্ডার্স

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাটিক শিবিরের মনোনয়ন লড়াইয়ে চমক দেখিয়েছেন অপেক্ষাকৃত তরুণ পিট বুটিজেগ ও সিনিয়র নেতা বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার প্রকাশিত আইওয়া ককাসের ফলে এই চমক দেখান তারা। ডেমোক্র্যাটিক দলের জনপ্রিয় প্রার্থী ও দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের শোচনীয় ফলে অনেকেই চমকে উঠেছেন। মার্কিন রাজনীতিতে নয়া মুখ, ৩৮ বছর বয়সী ও সমকামী পিট বুটিজেগ ২৬ দশমিক ৮ শতাংশ সমর্থন পেয়ে সবার ওপরে রয়েছেন। সমাজতান্ত্রিক ধাঁচের নেতা বার্নি স্যান্ডার্স ২৫ দশমিক ২ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয়, এলিজাবেথ ওয়ারেন ১৮ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় আর ১৫ দশমিক চার শতাংশ সমর্থন নিয়ে জো বাইডেন চতুর্থ অবস্থানে রয়েছেন। ডেমোক্র্যাট ককাসগুলোতে জয়ী প্রার্থীই মূলত আগামী নবেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই নির্বাচনে ট্রাম্পকে ধরাশায়ী করতে পারলে তিনিই হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা হবেন। সোমবার ভোট গ্রহণের পর মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আইওয়ার ৯৯টি কাউন্টির সদস্যের দেয়া ভোট গণনার পর এই ফল প্রকাশ করা হয়। তবে যান্ত্রিক গোলযোগের কারণে সর্বশেষ ফল এখনও প্রকাশ করা হয়নি। নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া মূলত আইওয়া দিয়ে শুরু হয়। এ অঙ্গরাজ্য থেকে প্রাইমারি ও ককাস প্রক্রিয়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই করা হয়। বাকি অঙ্গরাজ্যগুলোতেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়। এই অঙ্গরাজ্যে মোট ১ হাজার ৯৯১টি ডেলিগেট ভোট রয়েছে। অবশ্য পপুলার ভোটে পিট বুটিজেগ বার্নি স্যান্ডাসের চেয়ে পিছিয়ে রয়েছেন। স্যান্ডার্স ৩২ হাজার ৬শ’ ৭৩টি ও বুটিজেগ ৩১ হাজার ৩শ’ ৫৩টি পপুলার ভোট পেয়েছেন। পপুলার ভোটে এলিজাবেথ ওয়ারেন যথারীতি তৃতীয় ও জো বাইডেন চতুর্থ অবস্থানে রয়েছেন। আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন লড়াইয়ে এখন পর্যন্ত মোট ১১ প্রার্থী মাঠে রয়েছেন। মঙ্গলবার আইওয়ার ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান টোরি প্রাইস বলেন, যান্ত্রিক ত্রুটির বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই যান্ত্রিক গোলযোগ কার্যত একটি কোডজনিত সমস্যা। আর কিছু নয়। তবে কোন হ্যাকিংয়ের কারণে এই সমস্যা উদ্ভূত হয়নি। সোমবার আইওয়ার মোট এক হাজার ৬শটি ককাস কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে। -বিবিসি ও এএফপি
×