ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনা চিকিৎসকদের আশঙ্কা

লক্ষণ ছাড়াই ছড়াতে পারে করোনা

প্রকাশিত: ১০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২০

লক্ষণ ছাড়াই ছড়াতে পারে করোনা

লক্ষণ ছাড়াই করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি থেকে কি আরেক ব্যক্তিতে সংক্রমণ ছড়াতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের মধ্যে এটি বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। যদি লক্ষণ প্রকাশ না করা ব্যক্তিরা ভাইরাস ছড়াতে পারে, তাহলে এটির বিস্তার ঠেকানো অনেক বেশি কঠিন হবে। চীনের ডাক্তাররা দাবি করেছেন, উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ সম্ভব। ৩০ জানুয়ারি নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে তাদের দাবির সপক্ষে সমর্থন জানানো হয়। চিঠিতে বিজ্ঞানীরা জার্মানিতে একগুচ্ছ সংক্রমণের বর্ণনা করেছেন যা সাংহাই থেকে আসা এক যাত্রীর শরীরে শুরু হয়েছিল। গবেষকরা জানিয়েছেন, বাভারিয়াতে চার দিনের সফরকালে ওই ভ্রমণকারী নিজেকে সুস্থ বলে মনে করেছিলেন এবং তিনি চীনে ফেরার ফ্লাইটে উঠার পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন। এই প্রতিবেদন বিশ্বব্যাপী বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ ব্যাপকভাবে বাড়িয়ে তুলেছে। তারা বলেছেন এই ফল জানান দিচ্ছে যে, করোনা ভাইরাসকে দমন করা প্রায় অসম্ভব। তবে বর্তমানে জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা ওই প্রতিবেদনের যথার্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে বার্লিনে জার্মানির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক মুখপাত্র মেরিয়েক দেজেন বলেছেন, জার্মানিতে থাকা অবস্থায় ওই ভ্রমণকারীরর ‘হালকা অস্বাভাবিক লক্ষণ’ ছিল। বাভারিান স্বাস্থ্য কর্তৃপক্ষ ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের মতে, কোমর ব্যথাসহ ওই মহিলা ভ্রমণকারীরর লক্ষণগুলো অস্পষ্ট ছিল এবং সে এ্যান্টিপাইরেটিক ওষুধ সেবন করেছিল। এ্যান্টিপাইরেটিক ওষুধগুলো কেবল জ্বর থেকে মুক্তি পেতেই ব্যবহৃত হয় না, বরং ব্যথানাশক হিসেবে এবং তাদের প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্যও ব্যবহৃত হয়। -নিউইয়র্ক টাইমস
×