ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস মুক্তি সম্ভব

প্রকাশিত: ১০:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাস মুক্তি সম্ভব

করোনা ভাইরাস থেকে মুক্তি পেয়ে সুস্থ হলেন ২০ জন! এই সংবাদ পুরনো। করোনা ভাইরাস আতঙ্ক বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর যেন আশার প্রদীপ জ্বালল চীন। এ ভাইরাসে আক্রান্ত ২০ রোগীর সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ার ভিডিও ছেড়েছে তারা। করোনা ভাইরাস ছড়িয়েছে যে উহান থেকে, সেই মহাবিপদগ্রস্ত শহরেরই একটি হাসপাতালের এই ভিডিও যেন আতঙ্কিত বিশ্ববাসীর প্রাণসঞ্চার ঘটিয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে প্রচারিত ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, করোনা ভাইরাস মহামারির কেন্দ্রস্থল হুবেই প্রদেশের শহর উহানের জিনযিনতান হাসপাতালের সামনে ২০ রোগী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। এরা প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনা ভাইরাস ছড়ানোর পর সবচেয়ে বেশি রোগী যেসব হাসপাতালে ভর্তি হয়েছে, সেগুলোর মধ্যে একটি জিনযিনতান হাসপাতাল। হুবেই রেডিও ও টিভি স্টেশনে প্রচারিত খবরে বলা হয়, সুস্থতা লাভের পর বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে ৩১ জানুয়ারি বিকেল ৫টার দিকে ওই রোগীদের হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়। অন্যদিকে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া এক রোগীকে ফুল দিয়ে বরণ কওে নেয়ার খবরও মিলেছে। এমনই একটি ভিডিও ছেড়েছে চীনের সংবাদ সংস্থা সিসিটিভি প্লাস। সেখানে দেখা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। তাকে বিদায় জানাচ্ছেন হাসপাতালে মাস্ক পরিহিত চিকিৎসক ও নার্সরা। দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেই ব্যক্তি। তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তিনি হুয়াজং হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালের সংক্রামক রোগ বিভাগের প্রধান ডা. জিয়ানই বলেন, ‘এই রোগীর বয়স ৪১ বছর। তিনি চীনের ওহাই থেকে এসেছেন। করোনা ভাইরাসের কেন্দ্রস্থল উহানে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। সেখানে সি-ফুডের বাজারের সঙ্গে তার যোগাযোগ ছিল।’ তিনি আরও জানান, অ্যান্টিভাইরাল চিকিৎসার পরে ওই রোগীর শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। খুলনা থেকে
×