ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও থেকে চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পরিবারে আতঙ্ক

প্রকাশিত: ১১:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২০

ঠাকুরগাঁও থেকে চীনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পরিবারে আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৪ ফেব্রুয়ারি ॥ বারান্দার দেয়ালে মাথা, চোখে জল, মুখে শুধু একটাই কথা, ‘হে আল্লাহ তুই মোর ছুয়াটাক সুস্থ রাখিস, ভালোয় ভালোয় বাড়িত আনে দে।’ মঙ্গলবার এসব বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন চীনে পড়তে যাওয়া মোকছেদুল মমিনের মা মনোয়ারা বেগম। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোলাখুড়ি গ্রামের বাসিন্দা। উচ্চশিক্ষা অর্জনের জন্য ঠাকুরগাঁও জেলা থেকে চীনে যাওয়া প্রায় শতাধিক শিক্ষার্থীর পথে যেন বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। জেলার বিভিন্ন গ্রামের শতাধিক শিক্ষার্থী ও ব্যবসায়ী এখনও রয়েছেন চীনে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান চীনে অবস্থানরত শিক্ষার্থীসহ অভিভাবকদের। দিনের পর দিন দুশ্চিন্তা ও আতঙ্ক বেড়েই চলছে পরিবারের স্বজনদের। সেইসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসীও। গত বছর কৃষি কাজ করে টাকা জুগিয়ে নিজের ছেলের উজ্জ্বল ভবিষ্যতসহ বাবা-মায়ের স্বপ্ন পূরণের আশায় মোকসেদুল মমিনকে পড়াশোনার জন্য চীনে পাঠানো হয়। সবকিছু ঠিকঠাক ভালই ছিল। হঠাৎ টিভিতে চীনে করোনা ভাইরাসে মৃত্যুর কথা শুনে যেন গা শিউরে ওঠে পরিবারটির। দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সবাই। ছেলের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ হওয়ার পরও চিন্তার যেন শেষ নেই বাবা মায়ের।
×