ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরম পূরণ না করেও দশম শ্রেণীর ছাত্রের নামে এসএসসি এডমিট ইস্যু

প্রকাশিত: ১১:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২০

ফরম পূরণ না করেও দশম শ্রেণীর ছাত্রের নামে এসএসসি এডমিট ইস্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ এখানে ফরম পূরণ না করেও দশম শ্রেণীর এক শিক্ষার্থীর নামে এবারের এসএসসি পরীক্ষার এডমিট কার্ড ইস্যু হয়েছে। মোঃ সাঈদ আহমেদ নামের ওই শিক্ষার্থী জেলা শহরের রানী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২০১৮ সালে নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ সাঈদ আহমেদের রেজিস্ট্রেশন হয়। নবম শ্রেণীতে তার ক্লাস রুল ছিল ৫৯। কিন্তু বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সে পরবর্তী বছরও (২০১৯ সাল) নবম শ্রেণীতেই থেকে যায়। ওই বছর (২০১৯ সালে) বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে সে উত্তীর্ণ হয় এবং এ বছর সে দশম শ্রেণীতে ভর্তি হয়। দশম শ্রেণীতে (বিজ্ঞান বিভাগ) তার ক্লাস রুল ৫১। কিন্তু ২০১৯ সালের নবেম্বরে এবারের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের তথ্য কম্পিউটারে ইনপুট দেয়ার সময় তালিকায় ভুলক্রমে তার (সাঈদ আহমেদ) নামও বোর্ডে চলে যায়। তার নামে ওই বছরের ১৩ নবেম্বর ব্যাংকে টাকাও জমা দেয়া হয়। তবে এডমিট কার্ডটি ওই শিক্ষার্থীকে সরবরাহ করা হয়নি। তিনি জানান, ঘটনাটি নজরে আসার পর ওই কাজে জড়িত স্কুলের সহকারী শিক্ষক (ইংরেজী) মোজাম্মেল হক মোল্লাকে ওই ফরম ফিলাপের টাকা ভর্তুকি দিতে হয়েছে এবং তাকে শ্রেণী শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
×