ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশ্ব ক্যান্সার দিবস পালিত

ক্যান্সার চিকিৎসার ব্যয় কমানোর আহ্বান

প্রকাশিত: ১১:১২, ৫ ফেব্রুয়ারি ২০২০

ক্যান্সার চিকিৎসার ব্যয় কমানোর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সার প্রতিরোধে সম্মিলিতভাবে গণসচেতনতা জাগিয়ে তুলুন। নানা ধরনের ক্যান্সার নিয়ে শক্তিশালী গবেষণা কার্যক্রম চালাতে হবে, কমাতে হবে চিকিৎসা ব্যয়। এমন আহ্বান জানানোর মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার বিশেষজ্ঞরা বলেছেন, ক্যান্সারকে সমাজদেহ থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। কিন্তু রোগ প্রতিরোধ, সূচনায় রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ বহুলাংশে কমানো সম্ভব। আমাদের অধিকাংশ মানুষের ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধ সম্পর্কে জ্ঞান ও সচেতনতা নেই। তাছাড়া সারাদেশে সরকারী-বেসরকারী পর্যায়ে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। ক্যান্সার সম্বন্ধে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে। জনগণের মন থেকে ক্যান্সার ভীতি দূর করতে হবে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীগুলোর মধ্যে ছিল র‌্যালি, লিফলেট বিতরণ, সেমিনার ইত্যাদি। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লকের সামনে বটতলায় আয়োজিত জনসচেতনতামূলক শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া। পরে বেলুন উড়িয়ে জনসচেতনতামূলক শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, শিশু অনুষদের ডীন প্রফেসর ডাঃ চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার প্রফেসর ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সারওয়ার আলম প্রমুখ। প্রফেসর ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, ক্যান্সারসহ কোন রোগকেই অবহেলা করা ঠিক না। ক্যান্সার আগেভাগে চিহ্নিত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। বিশ্ব ক্যান্সার দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি আছি এবং আমি থাকব’। অর্থাৎ ক্যান্সার রোগীদের পাশে থেকে অত্যন্ত যতেœর সঙ্গে চিকিৎসাসেবা চালিয়ে যেতে হবে। ক্যান্সারের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমাদের সবাইকে লড়ে যেতে হবে। আমাদের সবাইকে এ বিষয়ে আরও যতœশীল হতে হবে বলে জানান উপাচার্য। এদিকে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল ৯টায় আলোচনা অনুষ্ঠান এবং সকাল সাড়ে ১০টায় ক্যান্সার আক্রান্ত রোগীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। হাসপাতালের পরিচালক প্রফেসর (ডাঃ) কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর, বিএমএ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর (ডাঃ) আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও হাসপাতাল শাখার স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রনদা প্রসাদ রায়।
×