ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় ত্রুটি স্বীকার করল চীন

প্রকাশিত: ০৯:২৮, ৫ ফেব্রুয়ারি ২০২০

করোনা মোকাবেলায় ত্রুটি স্বীকার করল চীন

চীনের শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন ভাইরাস মোকাবেলায় নেয়া জরুরী ব্যবস্থাপনায় থাকা ‘ত্রুটি ও ঘাটতি’ থাকার কথা। ক্ষমতাসীন চীন কমিউনিস্ট পার্টির পলিটবুরো স্ট্যান্ডিং কমিটির মতে, এ বিষয়ে যে জাতীয় পর্যায়ে জরুরী ব্যবস্থা নেয়া হয়েছে তা যথেষ্ট নয়। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সিনহুয়া। করোনা ভাইরাস ব্যবস্থাপনার বিষয়টি চীনের প্রশাসনের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দেখা দিয়েছে। এখান থেকে সরকারকে শিক্ষা নিতে হবে। ‘এই মহামারী প্রতিহত করতে ব্যবস্থা নিতে গিয়ে যে ত্রুটি ও ঘাটতিগুলো বেরিয়ে এসেছে সেগুলো মোকাবেলা করতে আমাদের জাতীয় জরুরী ব্যবস্থাপনা পদ্ধতিকে অনেক উন্নত করতে হবে এবং একইসঙ্গে আমাদের জরুরী ও বিপজ্জনক সমস্যা সামলানোর দক্ষতা বাড়াতে হবে।’ এর অংশ হিসেবে বন্যপ্রাণীর পাচার ও অবৈধ ব্যবসা কঠোরভাবে নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। একইসঙ্গে বাজারের ওপর নজরদারিও জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে ওই প্রতিবেদনে। চীনে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে। মাত্র এক দিনেই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩ হাজার। শুধু সোমবারই ৬৪ জনের মৃত্যু হয়েছে ভাইরাসে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, এদের সবাই হুবেই প্রদেশের অধিবাসী। হুবেইয়ের উহান শহরই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে বিবেচিত। চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দেড় শতাধিক মানুষ। তবে ব্যবস্থাপনায় ঘাটতির কথা মেনে নিলেও চীন অভিযোগ করেছে, করোনা ভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্র আতঙ্ক ছড়াচ্ছে। দেশটি প্রথমবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে এই কাজ করেছে বলে অভিযোগ বেইজিংয়ের। ইতোমধ্যে করোনা ভাইরাসের বিরূপ প্রতিক্রিয়ায় চীনের পুঁজিবাজারে ধস নেমেছে। চান্দ্র নববর্ষের ছুটি শেষে শেয়ারবাজারের কর্মকা- চালু হতেই সেখানে দেখা গেছে বড় রকমের দরপতন। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় অবরুদ্ধ করা হয়েছে বেইজিং প্রদেশের পূর্বাঞ্চলীয় ওয়েংঝু শহর।
×