ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এছাড়া বাণিজ্যচুক্তির সম্ভাবনা নেই

ব্রিটিশ জলসীমায় প্রবেশাধিকার চায় ইইউ

প্রকাশিত: ০৯:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২০

ব্রিটিশ জলসীমায় প্রবেশাধিকার চায় ইইউ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে ব্রিটিশ পণ্যের সরাসরি কোন ধরনের প্রবেশকে যুক্তরাজ্যের জলসীমায় ইইউ দেশের মাছ ধরার নৌকাগুলোর প্রবেশের সঙ্গে সম্পৃক্ত করবে। সংস্থার প্রদান আলোচক মাইকেল বার্নিয়ার সোমবার এ কথা বলেছেন। ব্রিটেন ও ইইউ ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যচুক্তি নিয়ে নিজেদের সুবিধা অর্জনের জন্য ভিন্ন ভিন্ন উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। বিষয়টা স্পষ্ট যে, দুপক্ষই প্রধান সমস্যাগুলোর সমঝোতায় না পৌঁছে কোন চুক্তি ছাড়া সরে যেতে ইচ্ছুক। এপি। ইইউয়ের প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার এ বছরের বাকি দিনগুলো সামনে রেখে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য আলোচনার জটিলতার ওপর জোর দেন। তিনি ক্ষুদ্র কিন্তু মৎস্য শিল্পের ওপর গুরুত্বারোপ করেন। যা যুক্তরাজ্যের দীর্ঘায়িত ব্রেক্সিট প্রক্রিয়ার এক প্রধান সমস্যা ছিল। বার্নিয়ার সোমবার ফ্রান্স ইন্টার রেডিওতে বলেন, ব্রিটিশদের সঙ্গে কোন বাণিজ্যচুক্তি হবে না যদি আমাদের জেলেদের জন্য কোন পারস্পরিক প্রবেশাধিকারমূলক চুক্তি না হয়। তিনি বলেন, আমরা ইউরোপীয় জেলেদের জন্য ব্রিটিশ জলসীমায় প্রবেশে আলোচনা করব এবং একই সময়ে আমরা ব্রিটিশ মৎস্য পণ্যের জন্য ইউরোপের বাজারে প্রবেশের আলোচনা করব। আমি মনে করি, আমি নিজেকে স্পষ্ট করেছি। ইইউ সর্বাত্মকভাবে প্রায় ৪০ কোটি ৫০ লাখ গ্রাহকের আকর্ষণীয় বাজারে যুক্তরাজ্যের সম্পূর্ণ সম্ভাব্য প্রবেশের অনুমোদন দেবে। কিন্তু তা হবে কেবল ব্রিটেন যদি রাষ্ট্রীয় ত্রাণ, সামাজিক আইন প্রণয়ন বা পরিবেশগত সুরক্ষার মতো বিষয়গুলো ইইউয়ের মানদ- মেনে চলে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই আভাস দিয়েছেন, তিনি ইইউয়ের আইন-বিধিতে সংশ্লিষ্ট থাকার জন্য বাধ্যতামূলক প্রতিশ্রুতি দিতে চান না। তিনি বলেন, ইউনিয়ন ত্যাগের জন্য এ উদ্যোগে এক অত্যাবশ্যকীয় নীতিতে পড়ে। ব্রিটেন ৩১ ডিসেম্বর ইইউ ত্যাগ করে প্রথম ইইউ মুক্ত দেশে পরিণত হয়েছে এবং জনসন বলেছেন এ বছর শেষ হওয়ার আগে তিনি সংস্থার সঙ্গে একটি বাণিজ্য ও সহযোগিতা চুক্তিতে পৌঁছতে চান। ইইউ এ সময় সীমাকে অবাস্তবসম্মত বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের সংস্থা ত্যাগের তিন দিন পর ব্রাসেলসের উদ্দেশ্যে এক কৃতিত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন। তিনি সোমবার লন্ডনে ব্যবসায়ী নেতা ও আন্তর্জাতিক কূটনীতিকদের উদ্দেশে এক ভাষণে বলেন, আমরা অবাধ বাণিজ্যচুক্তি চাই। কিন্তু যে কোন কিছুর বিনিময়ে নয়। আমি ইইউয়ের সঙ্গে কোন চুক্তিতে আমাদের নিজেদের সম্পৃক্ত করার কোন প্রয়োজন আছে বলে মনে করিনা। তিনি প্রত্যয়ের সঙ্গে বলেন, ব্রিটেন এর সীমান্ত আইন-বিধি ও অর্থনীতির ওপর সার্বভৌমত্ব বিষয়ক সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্প্রতিষ্ঠা করবে। প্রধান আলোচক মাইকেল বার্নিয়ার একই ধরনের জোরালো ভাষায় বলেছেন, সংস্থার বাকি ২৭টি সদস্য রাষ্ট্র ২০২১ সালের শুরুতে একটি সমস্যাবহুল। গোলমেনে ‘নো-ডিল’ এড়িয়ে যাওয়ার জন্য কোন ব্রিটিশ বাণিজ্যচুক্তিতে সম্মত হবে না। বার্নিয়ার বলেন, আমরা অবাধ বাণিজ্যের পক্ষে।
×