ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুমন্ত গুপ্ত

সওদাগর ভাই আব্দুস শাকুর

প্রকাশিত: ১৩:৪০, ৪ ফেব্রুয়ারি ২০২০

সওদাগর ভাই আব্দুস শাকুর

আমাদের দেশ তৃতীয় বিশ্বের একটি স্বল্পোন্নত দেশ। আর জাতি হিসেবেও আমরা উন্নয়নশীল। তাই তো পৃথীবিতে যে ক’টি দেশে বেকার সমস্যা সবচেয়ে চরমে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতি বছর অসংখ্য তরুণ-তরুণী উচ্চ শিক্ষা শেষ করে কর্মসংস্থান না করতে পেরে দিশেহারা হয়ে পড়ছে। যেখানে বেশ বড় অঙ্কের তরুণ-তরুণী নিজেদের সংসারের হাল ধরতে নাজেহাল অবস্থা পার করছেন সেখানে কিছু তরুণ সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তেমনি একজন আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরীর। তিনি তরুণ উদ্যোক্তাদের কাছে পরিচিত ‘সদাগর ভাই’ হিসেবে। কারণ তার জনপ্রিয় ওয়েবসাইট সওদাগর.কম-এর মাধ্যমে পণ্য পাইকারি কেনাবেচা করতে পারছেন দেশজুড়ে! এটি একটি অনলাইন হোলসেল মার্কেটপ্লেস; যা প্রস্তুতকারক, উৎপাদনকারী ও আমদানিকারকদের পণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণ করে নতুন হাজারো ক্রেতা খুঁজে। ছোট, মাঝারি, বড়- সব ধরনের দেশীয় প্রস্তুতকারক, উৎপাদক, আমদানিকারক এবং পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান যারা আছেন; তারা এই অনলাইনভিত্তিক পাইকারি বাজার সওদাগর.কমের সঙ্গে যুক্ত হয়ে খুব সহজেই সারাদেশে ছড়িয়ে দিতে পারবেন নিজেদের পণ্য ও সেবা। বাবা, মা দু’জনই শিক্ষক ছিলেন। পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স নিয়ে এবং পরবর্তীতে এমবিএ করেছেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও বরাবরই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল তার। ছেলে বেলার বন্ধুদের বেশিরভাগই বিদেশে স্থায়ীভাবে চলে গেছে কিন্তু আরিফ কখনও চেষ্টাও করেননি, কারণ তার কাছে মনে হতোÑ নিজে ভাল থাকার যে আনন্দ তার চেয়ে অনেক বেশি আনন্দ দশের জন্য ভাল কিছু করার। তাই তিনি সব সময়ই এমন কিছু করতে চেয়েছেন, যেটার সোশ্যাল ইম্প্যাক্ট আছে, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যেটার অবদান থাকবে। বর্তমানে ইন্টারনেট হাতে হাতে, কিন্তু এর বিশাল ক্ষমতা শুধু বিনোদনের জন্যই বেশি ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের উন্নতি করা যায়, পণ্যের প্রসার ঘটানো যায়। এই বিষয়গুলোতে আমরা এখনও স্মার্ট হতে পারিনি। আমরা প্রচারবিমুখ, আবার অনেক ছোট। মাঝারি প্রস্তুতকারক আছেন, যাদের পক্ষে টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়া সম্ভব নয়, তাই বলে এই ইন্টারনেটের যুগেও কি তাদের ব্যবসা নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই সমস্যাগুলোর সমাধানে, দেশীয় শিল্পের বিকাশে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে সওদাগর.কমের যাত্রা শুরু। পাইকারি ক্রেতা ও বিক্রেতাদের প্রশিক্ষণ দেয়া, নতুন ক্রেতা-বিক্রেতা তৈরি করা, পণ্যের কেনাবেচায় সহযোগিতা করা, পণ্যের ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এবং সেলস, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ সহজ করে থাকে সওদাগর.কম (ংযড়ফধমড়ৎ.পড়স)
×