ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেছোবাঘ অবমুক্ত

প্রকাশিত: ১২:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২০

মেছোবাঘ অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ ফেব্রুয়ারি ॥ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরের বাড়ি সড়ক-সংলগ্ন ড্রেন থেকে সোমবার সকালে একটি মেছোবাঘ আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন মেছোবাঘটি নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করেন। স্থানীয় রুহুল আমিনের (৪০) নেতৃত্বে কয়েক যুবক জাল জড়িয়ে মেছো বাঘটিকে আটক করে। রুহুল আমিন জানান, মেছোবাঘটি রবিবার রাতে চরের বাড়ি সড়কে তাদের সামনে পড়লে ভয় পান। পরে সোমবার কয়েকজন মিলে মেছোবাঘটি খুঁজে বের করে ধরার চেষ্টা চালান। একপর্যায়ে মেছোবাঘটিকে ওই সড়ক-সংলগ্ন ড্রেনের মধ্যে ঘাপটি মেরে থাকতে দেখেন। এরপর কৌশলে মেছোবাঘটিকে জালে জড়িয়ে আটক করেন। শিয়ালের কামড়ে আহত ৭ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ ফেব্রুয়ারি ॥ মান্দায় শিয়ালের কামড়ে ৫ নারীসহ ৭ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শিয়াল আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে হঠাৎ করেই ৪-৫টি শিয়াল গ্রামের ভেতর প্রবেশ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই শিয়ালের দল গ্রামবাসীর ওপর আক্রমণ শুরু করে। যারা বাধা দেয়ার চেষ্টা করেছেন তারা সকলেই আক্রমণের শিকার হয়েছেন। ভয়ে গ্রামের লোকজন বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে শিয়ালের দলটি এলাকা ছেড়ে চলে যায়।
×