ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটের সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

প্রকাশিত: ১২:১৫, ৪ ফেব্রুয়ারি ২০২০

বাগেরহাটের সেই ঘাতক ট্রাকচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে ট্রাকের ধাক্কায় জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউর রহমান নিহতের ঘটনায় ঘাতক সেই ট্রাকের চালক শেখ তারিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইসলামকাঠি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আইয়োব আলী শেখের ছেলে। এর আগে গেল বছরের ৮ ডিসেম্বর দুপুর ৩টায় খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ট্রাকের ধাক্কায় ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। ওই সময় পুলিশ ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। পরে ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ফরিদপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ ফেব্রুয়ারি ॥ ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ থেকে দুই দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনাও ঘটে। সোমবার সকাল নয়টার দিকে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী মহল্লায় এ ঘটনা ঘটে। জানা গেছে, হোগলাডাঙ্গী সদরদী মহল্লার আবু তালেব ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার ওহাব মোড়লের। সোমবার সকালে বিরোধীয় জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষেও সূত্রপাত হয়। সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া ও পাল্টা ধাওয়া। এ সংঘর্ষে আহত ১০ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় একটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
×