ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবের যাত্রা শুরু

প্রকাশিত: ১২:১৪, ৪ ফেব্রুয়ারি ২০২০

রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে দেশের তৃতীয় সিআইডির ফরেনসিক ল্যাবের যাত্রা শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রাজশাহী পুলিশ লাইনে সিআইডির এই ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর ল্যাব ঘুরে দেখেন আইজিপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘দীর্ঘদিন ধরেই পরিকল্পনা ছিল রাজশাহীতে একটি সিআইডির ল্যাব স্থাপন করা। চট্টগ্রামের পর এবার রাজশাহীতে স্থাপন করা হলো। এ কারণে মামলার দীর্ঘ প্রক্রিয়া কিছুটা হলেও কমে যাবে। দ্রুত গুরুত্বপূর্ণ মামলাগুলো সমাধান হবে। এখান থেকেই মৃতব্যক্তির সংগ্রহ করা ভিসেরা রিপোর্ট প্রদান করা হবে। রাজশাহী ও রংপুর বিভাগের সমস্ত মামলার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও এ ল্যাব স্থাপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, আরএমপির অতিরিক্ত কমিশনার সালমা বেগম, রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ, আরএমপির ডিসি (হেডকোয়ার্টার) রশিদুল হাসান, ডিসি মতিহার জয়নাল আবেদীন, ডিসি শাহ মাখদুম তারিকুল ইসলাম ও ফরেনসিক ল্যাবের পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
×