ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সদরপুরে হামলায় আহত কৃষকের মৃত্যু

প্রকাশিত: ১২:১২, ৪ ফেব্রুয়ারি ২০২০

সদরপুরে হামলায় আহত কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ ফেব্রুয়ারি ॥ সদরপুরে হামলার শিকার হয়ে আহত আফসার প্রামাণিক (৩৯) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় সোমবার সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আফসার প্রামাণিক উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাজারকান্দি চৈতার কোলপাড় এলাকার বাসিন্দা মৃত মুনসের প্রামাণিকের ছেলে। আফসার পেশায় একজন কৃষক। তিনি বিবাহিত এবং দুই ছেলের বাবা। জানা গেছে, উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বাজার কান্দি (চৈতার কোলপাড়) এলাকার শ্রীরামদিয়া বাজারে গত ১৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে একই এলাকার হান্নান প্রামাণিক ও নিহত আফসার প্রামাণিকের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হান্নান প্রামাণিকের লোকজন আফসার প্রামাণিকের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয় আফসার। আহত আফসারকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যায় আফসার প্রামাণিক। এ ঘটনায় নিহত আফসার প্রামাণিকের বড় ভাই মাঈন উদ্দিন প্রামাণিক বাদী হয়ে সোমবার সকাল সাতটার দিকে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় মোঃ হান্নান প্রামাণিককে প্রধান করে ২৪জনকে আসামি করা হয়।
×