ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় তিন বাইকআরোহী নিহত

প্রকাশিত: ১২:১০, ৪ ফেব্রুয়ারি ২০২০

বগুড়ায় তিন বাইকআরোহী নিহত

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ সোমবার সকালে শিবগঞ্জ ও শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এরা হলেন- হানজেলা ওরফে রাসেল (৩০), মোঃ রনি (২০) ও রবিন (২৪)। শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, হানজেলা ও রনি মোটরসাইকেলে মোকামতলায় যাচ্ছিলেন। বগুড়া-রংপুর মহাসড়কের চৌকিরঘাটে প্রথমে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় রংপুর থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরদিকে সকাল পৌনে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার কর্মকারপাড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী রবিন মারা যান। তিনি উপজেলার খরনা থেকে বীরগ্রাম যাচ্ছিলেন। তার বাড়ি উপজেলার আশেকপুর ইউনিয়নে। লালমনিরহাটে ভ্যানযাত্রী নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট থেকে জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী আনোয়ার হোসেন (২৮) নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার বড়খাতায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বড়খাতা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের ওমর আলীর পুত্র বলে জানা গেছে। এ সময় অটোভ্যানচালকের চালকসহ দুজন আহত হয়। আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গফরগাঁওয়ে কলেজছাত্র নিজস¦ সংবাদদাতা গফরগাঁও থেকে জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম ওয়াজেদ হাসান জয় (২১)। সে উপজেলার পাতলাশী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটে রবিবার রাতে পাগলা থানার ত্রিমুহনী-ডাকবাংলো সড়কে রাত ৯টার দিকে। জানা গেছে, উপজেলা পাগলা থানা সূতারচাপুর গ্রামে ত্রিমুহনী-ডাকবাংলো সড়কে রবিবার রাত ৯ টার দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল চালিয়ে আসার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী জয় ঘটনাস্থলেই নিহত হয়। মাদারীপুরে যুবক নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রবিবার সন্ধার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ড ৬নং ব্রিজের কাছে ট্রাক চাপায় মান্নান বেপারি (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। মান্নান সদর উপজেলার খাগদীর আমজেদ বেপারির ছেলে। জানা গেছে, রবিবার সন্ধার দিকে মান্নান বেপারি নতুন বাসস্ট্যান্ড ৬নং ব্রিজের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা মান্নানকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে নসিমন চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নসিমন চালক নিহত হয়েছে। রবিবার রাত ৯টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মশাউজান নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক রাকিব ফকির (১৬) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামের হাসমত ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাকিব তার চালিত নসিমনটি নিয়ে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল। ওই সময় ফরিদপুরগামী একটি পিকআপের সঙ্গে নসিমনের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাটে হেলপার স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ইট বোঝাই ট্রলি উল্টে শেখ সাদি (১৫) নামের এক হেলপার নিহত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাঠিগোমতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে ট্রলিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। এসময় শ্রমিক রায়হান মোল্লা গুরুতর আহত হয়। শেখ সাদি খুলনা জেলার রুপসা উপজেলার নৈহাটি গ্রামের এসহাক শেখের ছেলে। আহত রায়হান একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। জয়পুরহাটে সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবির বেড়াখায় মপাভলভড ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী কায়েম ম-ল (৫০ ) মারা গেছে। রবিবার রাতে পাঁচবিবি- বারকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কায়েম ম-ল বাড়ি থেকে সাইকেলে আলু নিয়ে বিক্রি করার জন্য বেড়াখা বাজারে যাচ্ছিলেন। পথে বেড়াখায় বাজারে দ্রুতগামী একটি ট্রাক্টর সাইকেলটিকে পেছনদিক থেকে ধাক্কা দিলে কায়েম ম-ল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×