ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইয়াবা সেবনে পর্যটকের মৃত্যু

প্রকাশিত: ১২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

ইয়াবা সেবনে পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসে অতিরিক্ত ইয়াবা সেবনে বিষক্রিয়ায় এক পর্যটক মারা গেছে। মৃত পর্যটক আবির রহমান রুমি (২৪) ঢাকার মালিবাগ চৌধুরী পাড়ার মিজানুর রহমানের পুত্র ও একটি বিপণন সংস্থার কর্মী। সূত্র জানায়, সদর থানার ইন্সপেক্টর অপারেশন মাসুম খান জানান, আবিরের বাবা মিজানুর রহমান বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করেন। পিতার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মরদেহ রবিবার রাতে ঢাকায় নিয়ে গেছেন। মুনতাসির তাহামিদ নিস্বর্গ নামে এক ব্যক্তি তার বন্ধু আবির রহমান রুমিকে সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত ইয়াবা সেবনের কারণে রোগীর শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পানি শোধনাগার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৩ ফেব্রুয়ারি ॥ মোহনগঞ্জ পৌরসভায় উৎপাদক নলকূপ, পাইপ লাইন ও পানি শোধনাগার স্থাপন কাজ উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন। পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের কাজ সম্পন্ন হতে প্রায় ৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে ৪০ হাজার মানুষের পানি চাহিদা পূরণ করা সম্ভব। পৌর মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহরাজ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তোফায়েল আহমেদ, কামাল হোসেন প্রমুখ।
×