ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মসমর্পণ না করায় বাসুয়ারি ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ১২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

আত্মসমর্পণ না করায় বাসুয়ারি ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের (সাইবার ট্রাইব্যুনাল) একটি মামলায় যশোরের বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সরদারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিষদের কয়েকজন সদস্য (মেম্বর)। বাসুয়ারি ইউনিয়ন পরিষদের মেম্বর সাদেকুর রহমান ও শহিদুল ইসলাম জানান, সাইবার ট্রাইব্যুনালের একটি মামলায় চেয়ারম্যান আবু সাঈদ সরদার হাইকোর্ট থেকে গতবছরের ১২ নবেম্বর চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হয় গত ১৮ ডিসেম্বর। কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মতে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেননি। গত ২৯ জানুয়ারি চেয়াারম্যান আবু সাঈদ পুনরায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন বলে নিশ্চিত করেন তারা (ইউপি সদস্য)। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ‘চেয়ারম্যান আবু সাঈদ সরদার জেলহাজতে আছে বলে লোকমুখে শুনছি। তবে কোন তথ্য প্রমাণ আমার কাছে নেই’। তিনি আরও বলেন, ‘গেল বছর বাঘারপাড়া থানায় চেয়ারম্যান আবু সাঈদ সরদারের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছিল। দু’মাস আগে সেই মামলার চার্জশীট হয়েছে। চার্জশীটে এই চেয়ারম্যানের নাম আছে বলেও উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা। খুলনায় ছুরিকাঘাতে চিকিৎসক আহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উত্তম কুমার দেওয়ানকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য সহকারী মহসিন গাজী ছুরিকাঘাত করেছেন। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত চিকিৎসককে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা (স্যাকমো) মহসিন চিকিৎসক উত্তমের কক্ষে প্রবেশ করে পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে। আটক মহসিন বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্যাকমো হিসেবে কর্মরত।
×