ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ সদস্যকে মারধরকারী সেই লাইনম্যান গ্রেফতার

প্রকাশিত: ১২:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

পুলিশ সদস্যকে মারধরকারী সেই লাইনম্যান গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ৩ ফেব্রুয়ারি ॥ বরগুনার তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেনকে মারধর করা সেই যান্ত্রিক যান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের লাইনম্যান মোঃ আবু সালেহ খানকে রবিবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, তালতলী থানার পুলিশ সদস্য মোঃ জাকির হোসেন শনিবার সকালে থানার ডাক নিয়ে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন। ওই দিন বিকেলে কাজ শেষে তালতলীতে ফেরার জন্য আমতলী-কুয়াকাটা সড়কের আমতলী হাসপাতাল সংলগ্ন মাহেন্দ্র স্ট্যান্ড থেকে মাহেন্দ্র গাড়িতে উঠেন। ওই গাড়ির চালকের পেছনে চারজন যাত্রীর সিট রয়েছে। ওই সিট পূরণ হলেও যান্ত্রিকযান থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের লাইনম্যান মোঃ আবু সালেহ খান ওই গাড়ির চারজনের সিটের স্থালে আরও একজন যাত্রী তুলে দিতে চেষ্টা করে। এ সময় সিভিল পোশাকে থাকা পুলিশ সদস্য জাকির হোসেন বেশি যাত্রী উঠানোর প্রতিবাদ করে। পুলিশ সদস্য লাইনম্যান আবু সালেহ খানের এ নৈরাজ্যের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয় সে। এক পর্যায়ে আবু সালেহ তার সহযোগীদের নিয়ে পুলিশ সদস্য জাকির হোসেনকে বেধড়ক মারধর করে। পুলিশ পরিচয় নিশ্চিত হওয়ার পরেও সে ক্ষ্যান্ত হয়নি। পরে স্থানীয় লোকজন পুলিশ সদস্যকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রবিবার রাতে পুলিশ সদস্য জাকির হোসেন বাদী হয়ে লাইনম্যান আবু সালেহ খান ও তার সহযোগী বেল্লাল সরদারসহ পাঁচ জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করেছেন।
×