ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাবিতে চাকরি স্থায়ীকরণ দাবিতে কর্মচারীদের আন্দোলন

প্রকাশিত: ১২:০৮, ৪ ফেব্রুয়ারি ২০২০

রাবিতে চাকরি স্থায়ীকরণ দাবিতে কর্মচারীদের আন্দোলন

রাবি সংবাদদাতা ॥ চাকরি স্থায়ীকরণের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) কর্মরত মাস্টাররোল কর্মচারীরা। গত ২৭ জানুয়ারি থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন কর্মসূচী পালন করে আসছেন তারা। আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে আসছেন তারা। মাস্টাররোল কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মাসুদুর রহমান বলেন, আমাদের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চম দিনের মতো এক ঘণ্টার শীতল কর্মসূচী চলছে। প্রশাসন আমাদের দাবি আদায়ের যে আশ্বাস দিয়েছে তার যদি সুস্পষ্ট নির্দেশনা না দেয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচীতে যাব। আগামী বুধবার শীতল কর্মসূচী শেষ হলে বৃহস্পতিবার আমরা রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে দেখা করব। প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বাসভবনের সামনে অবস্থান নেয় মাস্টারোল কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকায় বস্তিতে আগুনে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সোমবার ভোরে মাদারবাড়ি রেললাইনের পাশে এসআর বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, ভোর সোয়া ৫টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৫টি গাড়ি অকুস্থলে ছুটে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বস্তির অনেকগুলো কাঁচা ঘর পুড়ে গেছে।
×