ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাসে চীনের শেয়ারবাজারে বড় পতন

প্রকাশিত: ১১:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০২০

করোনা ভাইরাসে চীনের শেয়ারবাজারে বড় পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনা ভাইরাসে সোমবার পর্যন্ত ৩৬১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ৮২৯ জনসহ আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এছাড়া চীন সীমান্তের সঙ্গে থাকা হংকংয়ে ১৪ জন এবং ম্যাকাওয়ে ৭ জন আক্রান্ত হয়েছে। মূলত এই কারণেই ছুটি শেষে লেনদেন শুরুর পর চীনের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। চীনা বার্তা সংস্থা শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার একদিনেই নতুন করে ২ হাজার ৮২৯ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই দিন ৫৭ জনের মৃত্যু হয়েছে; যাদের বেশিরভাগই দেশটির হুবেই প্রদেশের বাসিন্দা। এদিকে চীনের বাইরে প্রথম এ ভাইরাসে মৃত্যুর খবর আসে ফিলিপিন্স থেকে। তিনি চীনেরই একজন নাগরিক। সব মিলিয়ে নতুন করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২ জনে। সারাবিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী এই ভাইরাস ২৪ দেশে ছড়িয়েছে। তবে চীনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জাপানে। সেখানে ২০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া থাইল্যান্ডে ১৯ জন, সিঙ্গাপুরে ১৮ জন এবং দক্ষিণ কোরিয়ায় ১৫ জন আক্রান্ত হয়েছেন। এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে চীনা শেয়ারবাজারে ব্যাপক দরপতন শুরু হয়েছে। নববর্ষের ছুটি শেষে সোমবার পুনরায় শুরু হওয়া চীনা শেয়ার বাজারের এই দরপতনের খবর জানিয়ে বিবিসি বলেছে, সাংহাই কম্পোজিট ইনডেক্সে নয় শতাংশ পর্যন্ত দরপতনের ঘটনা ঘটেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে কয়েকগুণ। এছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত শেয়ারের দরপতন অব্যাহত আছে। এর আগে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানিয়েছিল, করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি মোকাবেলায় তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে তারা স্বল্পমেয়াদী সঞ্চয়ের ওপর সুদের হার কমিয়ে দিয়েছে। এছাড়া অতিরিক্ত ১৫০ বিলিয়ন ইউয়ান তারা সমগ্র অর্থনীতিতে প্রণোদনা দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও শেয়ারবাজারের এই দরপতন ঠেকানো যায়নি। এদিকে সর্বমোট ১.২ ট্রিলিয়ন ইউয়ান সঙ্কটকালীন অর্থনৈতিক প্রণোদনা হিসেবে সোমবারের মধ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)।
×