ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পঙ্গপালের হানায় জরুরী অবস্থা

প্রকাশিত: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

 পঙ্গপালের হানায় জরুরী অবস্থা

পঙ্গপালের হানায় নাস্তানাবুদ হয়ে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, দেশব্যাপী জরুরী অবস্থা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের বিভিন্ন চাষের জমিতে হামলা চালাচ্ছিল পঙ্গপালের দল। বর্তমানে সেখানকার সব জমির ফসল নষ্ট করে পাঞ্জাবের অন্য অংশে ছড়িয়ে পড়েছে। ফলে সেখানকার পরিস্থিতিও জটিল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান সরকার। তাই দ্রুতই চারটি প্রদেশের মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তারপরই দেশব্যাপী জরুরী অবস্থা জারি করা হয়েছে। ওই বৈঠকে ন্যাশনাল এ্যাকশন প্ল্যান (এনএপি) তৈরি করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, প্রাকৃতিক কারণে সৃষ্টি হওয়া ওই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য মোট সাত শ’ ৩০ কোটি পাকিস্তানী রুপীর প্রয়োজন। ওই অর্থ জোগাড় করার পাশাপাশি সব কর্মকর্তাদের মোকাবেলা করার নির্দেশ দেয়া হয়েছে। গত বছরের মার্চেও পঙ্গপালের হানায় অতিষ্ঠ হয়ে উঠেছিল পাকিস্তান। সে সময় সিন্ধু, পাঞ্জাবের দক্ষিণ অংশ এবং খাইবার পাখতুনখোয়া এলাকার লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট করেছিল পঙ্গপালের দল। পরে সেই পঙ্গপালের দল ভারতের পাঞ্জাব ও হরিয়ানাতেও ঢুকে পড়ে। -এক্সপ্রেস ট্রিবিউন
×