ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার কিলোমিটার হেঁটে বিয়ে

প্রকাশিত: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

  চার কিলোমিটার  হেঁটে বিয়ে

ভারতের উত্তরাখন্ড রাজ্যের এক ব্যক্তি চার কিলোমিটার হেঁটে বিয়ে করেছেন। হিমাচলসহ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে এখন চলছে তুষারপাত। সেখানকার মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে কষ্টসাধ্য। তারপরও জীবন-যাপন থেমে নেই। এমনই বরফে মোড়া উত্তরাখন্ডে বিয়ে আয়োজন করে এক পরিবার। তবে তুষারপাতের জন্য বিয়ে থামতে পারে তা কেউই ভাবতে পারেনি। বিয়ের দিন যতই এগিয়ে আসছিল, ততই বাড়ছিল চিন্তা। সবাই ভাবছিলেন তুষারপাতের জন্য বিয়ে বন্ধ হয়ে যায় কিনা তা নিয়ে সবাই চিন্তায় পড়ে যান। তবে ভাবনার সঙ্গে বাস্তবের কোন মিলই রইল না। বিয়ের দিন সকাল থেকে শুরু হয় তুষারপাত। সাদা বরফে ঢেকে যায় রাস্তাঘাট। তার জেরে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। কিভাবে বিয়ে করতে যাবেন বর, তা নিয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে। বিয়ের সিদ্ধান্ত না পাল্টে বরং বর সিদ্ধান্ত নিলেন তিনি হেঁটেই বিয়ে করতে যাবেন। সেই অনুযায়ী বরযাত্রীকে সঙ্গে নিয়ে কনের বাড়ির লোকজনের সঙ্গে নিজের বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন বর। শেরওয়ানি পরে ছাতা মাথায় ৪ কিলোমিটার রাস্তা হাঁটলেন তিনি। বরফে মোড়া রাস্তায় ছাতা মাথায় শেরওয়ানি পরা বরফের ওপর দিয়ে হেঁটে যেতে দেখে অবাক হয়ে যান সবাই। তবে বরফে হাঁটতেও যতই কষ্ট হোক না কেন, হেঁটে হেঁটে বিয়ে করতে গিয়ে এতটুকু বিরক্ত নন বর। বরং হাসি মুখেই তা বুঝিয়ে দিয়েছেন তিনি। -ইন্ডিয়া টাইমস
×