ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা ১২ ঘণ্টার চেষ্টায় জীবাণুমুক্ত হলো আকাশ প্রদীপ

প্রকাশিত: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

  টানা ১২ ঘণ্টার চেষ্টায় জীবাণুমুক্ত হলো আকাশ প্রদীপ

স্টাফ রিপোর্টার ॥ টানা বারো ১২ ঘণ্টার প্রচেষ্টায় জীবাণুমুক্ত করা হয়েছে উহান থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত উড়োজাহাজ আকাশ প্রদীপকে। বিমানের বোয়িং ৭৭৭ এই উড়োজাহাজটিকে উড্ডয়নযোগ্য করার পর গতকালই ফ্লাইট অপারেট করা হয়েছে। ওই ফ্লাইটের সাধারণ বর্জ্যও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে। তবে হার্ড ওয়েস্ট (মলমূত্র) কিভাবে ধ্বংস করা হবে, সেটা নিয়ে কাজ চলছে। রবিবার বিকেল পর্যন্ত সেগুলোর কোন সমাধান হয়নি। বর্জ্যগুলো বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সের উত্তর দিকে খোলা জায়গায় রাখা হয়েছে। জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিক নির্দেশনা অনুযায়ী আইকাও, সিভিল এ্যাভিয়েশন, স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগে এসব বর্জ্য ধ্বংস করা হয়েছে যাতে বিন্দুমাত্র জীবাণুর আশঙ্কা না থাকে। বিমান যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বিমান। যাতে কেউ অহেতুক আতঙ্কিত না হয়।
×