ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বাস চালকের বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশীট

প্রকাশিত: ০৯:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

 দুই বাস চালকের বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশীট

স্টাফ রিপোর্টার ॥ দুই বাসের রেষারেষিতে ডান হাত বিচ্ছিন্ন সরকারী তিতুমীর কলেজের ছাত্র রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় দুই বাসচালকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। অভিযোগপত্র জমা হওয়ার প্রায় দেড় মাস পর বিষয়টি জানাজানি হয়েছে। বাদীপক্ষকে না জানিয়ে পুলিশ অভিযোগপত্র দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রাজীবের পরিবার। তাছাড়া অভিযোগপত্রে যুক্ত করা আইনের ধারা নিয়েও আপত্তি তাদের। এ অবস্থায় অভিযোগপত্রের বিষয়ে না-রাজি আবেদন করার কথা জানিয়েছেন রাজীবের খালা জাহানারা বেগম (অভিযোগপত্রের পাঁচ নম্বর সাক্ষী)। গত ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মোঃ ইদ্রিস আলী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দিলেও বিষয়টি রবিবার জানা যায়। আজ সোমবার অভিযোগপত্র গ্রহণের তারিখ ছিল। দণ্ডবিধির ৩০৪-খ ধারায় অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে দুই চালকের লাইসেন্স সঠিক রয়েছে বলে উল্লেখ করা হয় আর সাক্ষী করা হয়েছে ১৭ জনকে। আসামিরা হচ্ছে, বিআরটিসির বাসচালক ওয়াহেদ সরদার ও স্বজন পরিবহনের বাসচালক খোরশেদ আলম। দুই বাসচালক এখন জামিনে আছেন।
×