ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুতে ২৩তম স্প্যান বসায় দৃশ্যমান সাড়ে ৩ কিমি

প্রকাশিত: ০৯:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২০

  পদ্মা সেতুতে ২৩তম  স্প্যান বসায় দৃশ্যমান  সাড়ে ৩ কিমি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ২৩তম স্প্যান (সুপার স্ট্রাকচার) বসে গেছে। এতে সেতু নির্মাণে অগ্রগতির আরেক ধাপ এগিয়ে দৃশ্যমান হলো ৩ কিলোমিটার ৪৫০। ‘৬-এ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩১ ও ৩২ নম্বর খুঁটির ওপর রবিবার দুইটা ৫০ মিনিটে বসানো হয়। এর আগে ২৩ জানুয়ারি ২২তম স্প্যান বসে। ১২ দিনের মাথায় এটি বসানো হলো। রবিবার সকাল নয়টার দিকে মাওয়ার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছে দশটা ১২ মিনিটে। এরপরই বসানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে। দুপুর দুইটা ২৫ মিনিটে স্প্যানটি খুঁটির উপরে নিয়ে আসা হয়। এই তথ্য দিয়ে সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, এটি স্থাপন ঠিক দুইটা ৫০ মিনিটে সম্পন্ন হয়। গত ৩১ জানুয়ারি স্প্যানটি পিলারের ওপর বসানোর কথা থাকলেও অবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। এদিকে আরও একটি পিলার বা খুঁটি সম্পন্ন হয়েছে। এ নিয়ে ৩৭ পিলার সম্পন্ন হলো। বাকি পাঁচটি পিলার এপ্রিলের মধ্যেই সম্পন্ন করা হবে। ৪২ পিলারের ওপর ৪১ স্প্যান বসানো হবে, এর ২২টি ইতোমধ্যে বসে গেছে।
×