ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২০

 এক পোলিং এজেন্টকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মুখোশ পরে সন্ত্রাসীরা সুমন শিকদার (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। শনিবার গভীররাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার রহিম ব্যাপারী ঘাটে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত সুমন ৩২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টনের লালমাটিয়া মহিলা কলেজ কেন্দ্রের পোলিং এজেন্ট ছিলেন। তার বাবা আনোয়ার আহমেদ একজন গাড়িচালক। লালমাটিয়ার ৪/২ ব্লকে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এক ভাই ও দুই বোনের মধ্যে সুমন সবার বড়। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বালুর চর গ্রামে। প্রত্যক্ষদর্শী নিহত সুমনের বন্ধু সাজ্জাদ জানান, নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার গভীররাতে , সুমন, রুবেল, আলামিন, ইমরান (মেসি) ও ইমরানসহ ৬ জন রহিম ব্যাপারী ঘাটে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ অর্ধশত যুবক এসে ৩৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের নেতা শাহ আলম জীবনের লোক কে কে আছে, এই বলে তারা চাপাতি দিয়ে আমাদের এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সুমন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাজ্জাদ জানান, হামলার সময় হামলাকারীদের মুখে মুখোশ পরা ছিল। তাদের চিনতে পারিনি। কী কারণে সুমনকে হত্যা হয়েছে, তা তারা জানতে পারেনি। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ প্রবাহ বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই সুমনের মৃত্যু হয়েছে। বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। এছাড়া তার পেটে, পায়ে ও পিঠসহ শরীরে বেশ বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান, শনিবার রাত ১২টার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সুমন। এ সময় কয়েকজন অতর্কিতে চাপাতি নিয়ে সুমনের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত সুমনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত কোন কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে। অথবা ব্যক্তিগত বিরোধের কারণে এমনটি হয়ে থাকতে পারে। তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। চেষ্টা চলছে।
×