ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যালারি কসমসে ২০ শিল্পীর যৌথচিত্র প্রদর্শনী ‘ত্রিনয়ন’

প্রকাশিত: ১০:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২০

গ্যালারি কসমসে ২০ শিল্পীর যৌথচিত্র প্রদর্শনী ‘ত্রিনয়ন’

স্টাফ রিপোর্টার ॥ ক্যানভাসজুড়ে ছড়িয়েছে চমৎকার রঙের খেলা। চিত্রপটের উপরের অংশে দৃশ্যমান দিগন্ত বিস্তৃত নীল আকাশ। আর জমিনে দেখা মেলে নদীর কূল। পেছনে উঁকি দিচ্ছে সবুজ বনানী। নদীর ঘাটে বাধা হয়েছে মাছধরা নৌকা। আরেক ছবিতে কুয়াশাচ্ছন্ন দিনে নদীর বুকে ভাসছে তরী। নৌকাজুড়ে ছড়িয়ে জেলেদের নানা সরঞ্জাম। এভাবেই নদীমাতৃক বাংলাদেশের দৃশ্যকল্প উঠে এসেছে চিত্রকর্মে। সেই সঙ্গে বাংলার নিসর্গের নানা রূপ এবং প্রকৃতিসংলগ্ন জীবনের আখ্যান উদ্ভাসিত হয়েছে রং-তুলির আঁচড়ে। সেসব চিত্রকর্ম নিয়ে মহাখালীর নিউ ডিওএইচএসের গ্যালারি কসমসে চলছে প্রদর্শনী। কুড়ি শিল্পীর যৌথ প্রয়াসের এ শিল্পায়োজনটির শিরোনাম ‘ত্রিনয়ন’। দেশের নানা প্রান্ত ঘুরে ছবিগুলো এঁকেছেন শিল্পীদল। ঘরের বাইরে প্রকৃতির আলোয় ঘটেছে শিল্পের অবগাহন। সেই সুবাদে স্টুডিওনির্ভর চিত্রকর্ম সৃজনের বদলে প্রকৃতির সঙ্গে ঘটেছে তাদের মেলবন্ধন। পাহাড়-পর্ব থেকে খর¯্রােতা উদ্ভাসিত হয়েছে ক্যানভাসে। রং ও রেখার আঁচড়ে ঠাঁই পেয়েছে ঘন জঙ্গল থেকে জনজীবন। নানা মাধ্যমে আঁকা হয়েছে চিত্রকর্মগুলো। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেনÑ শহীদ কবির, আফরোজা জামিল কনকা, আজমির হোসেন, সহিদ কাজী, বিশ্বজিৎ গোস্বামী, সুমন ওয়াহেদ, জুটন চন্দ্র রায়, মানিক বোনিক, পার্বজ হাসান রিগান, রুমানা রহমান, আরিফা সুলতানা, জান্নাতুন নাহার আভা, আবু তামিম, আদিল মাহমুদন, মৃণাল বণিক, মোঃ রফিকুল ইসলাম, আন্টোরা মেহরুখ আজাদ, জয়ন্ত ম-ল, শরীফা আক্তার লিজা ও হেলাল শাহ। নানা মাধ্যমে চিত্রিত ৩৯টি চিত্রকর্মে সজ্জিত হয়েছে এ প্রদর্শনী। ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি। ফরিদপুরে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন নিজস্ব সংবাদদাতা জানান, ফরিদপুর শহরে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেলা খেলাঘর ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের স্মরণে। চিত্র প্রদর্শনীতে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ আবহমান বাংলার কয়েক শ’ ছবির প্রদর্শনী করা হচ্ছে। পাশাপাশি প্রদর্শনী প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
×