ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসির সামনে চসিক নির্বাচন

প্রকাশিত: ০৯:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২০

ইসির সামনে চসিক নির্বাচন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সম্পন্ন হলো ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন। এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের চিন্তা ভাবনা নির্বাচন কমিশনের (ইসি) সামনে। ইতোমধ্যে এ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রক্রিয়া শুরু করার বিষয়টি নিয়ে ইসি তৎপরও হয়েছে। আগামী এপ্রিল মাসের শেষ দিকে অথবা মার্চ মাসের শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠান হতে পারে বলে ধারণা মিলছে। এ উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় ইসির সদর দফতরে বৈঠক আহ্বান করা হয়েছে। এ বৈঠকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন। ইতোমধ্যে ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা এবং ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য রয়েছে। এ নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি চলছে। ৭১৯ কেন্দ্র নির্ধারিত করা হয়েছে।
×