ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৭ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৯:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২০

৩৭ জনের মৃত্যুদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ মিসরে সন্ত্রাসবাদে যুক্ত থাকার দায়ে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেশটির স্পেশাল ফোর্সেসের সাবেক কর্মকর্তা হিশাম আল আশ্মাভিও রয়েছেন। ১ ফেব্রুয়ারি শনিবার তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে আদালত। খবর রয়টার্সের। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ সালে লিবিয়া সীমান্তের কাছে হামলা চালিয়ে সামরিক বাহিনীর ২২ সদস্যকে হত্যা করা হয়। ওই হামলার ষড়যন্ত্রসহ বিভিন্ন মামলায় হিশাম আল আশ্মাভি অভিযুক্ত ছিলেন। ২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যাচেষ্টায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০১৪ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী আইএসের কাছে আনুগত্য শিকারের আগে হিশাম সিনাইভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিসের নেতৃত্ব দেয়।
×