ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পোশাকসহ বিভিন্ন উপকরণ রফতানি নিষিদ্ধ করেছে ভারত

প্রকাশিত: ০৯:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২০

পোশাকসহ বিভিন্ন উপকরণ রফতানি নিষিদ্ধ করেছে ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্যক্তিগত সুরক্ষামূলক মুখোশ ও পোশাকসহ অন্যান্য উপকরণ রফতানি নিষিদ্ধ করেছে ভারত। ৩০ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পরদিন ৩১ জানুয়ারি এই নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তবে নিষিদ্ধ করার কারণ জানায়নি দিল্লী। চীনের উহান শহর থেকে প্রথমে দেশটির বিভিন্ন অঞ্চলে এবং পরবর্তীতে ২৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর শুক্রবার (৩১ জানুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২১৩ জনে পৌঁছেছে আর আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৯২ জন। গত ৩০ জানুয়ারি ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উহানে ওই ভাইরাস মহামারী আকার ধারণ করার পর সেখান থেকে ভারতের নাগরিকদের বিশেষ ব্যবস্থায় বিমানে দেশে নেয়া হয়। ওই আক্রান্তকে উহান থেকে দেয়া নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উহানে অবস্থানরত বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে বিমানযোগে দেশে আনা হচ্ছে। তারা শনিবার দেশে পৌঁছবে এবং পরে রাজধানী দিল্লীর বাইরে ‘নির্জন বিশেষ চিকিৎসা কেন্দ্রে’ নেয়া হবে। চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল ভারত। করোনা ভাইরাস চীনে মহামারী আকার ধারণ করার পর সেখান থেকে ভারতে যাওয়া ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। তথ্য: রয়টার্স
×