ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় তিনটি গ্যাস কূপ খননের দায়িত্ব পাচ্ছে গ্যাজপ্রম

প্রকাশিত: ০৯:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২০

ভোলায় তিনটি গ্যাস কূপ খননের দায়িত্ব পাচ্ছে গ্যাজপ্রম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে অতীত পারফর্মেন্স সন্তোষজনক নয় তারপরও ভোলায় তিনটি গ্যাস কূপ খননের দায়িত্ব পেতে যাচ্ছে রাশিয়ান জায়ান্ট গ্যাজপ্রম। যদিও দ্বীপজেলাটিতে গ্যাসের আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর ফলে মুখ থুবড়ে পড়বে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ভবিষ্যতে। যদিও সরকার মনে করছে, দ্রুত সাফল্য পেতেই গ্যাজপ্রমের দ্বারস্থ হয়েছেন তারা। দ্বীপ জেলা ভোলায় ১৯৯৫ সালে গ্যাস আবিষ্কার করে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্স। বাণিজ্যিকভাবে এখানকার একটি কূপ থেকে ২০০৯ সাল থেকে গ্যাস উত্তোলনও করছে প্রতিষ্ঠানটি। এমনকি এখানে আরও তিনটি স্থানে কূপ খননের জন্য প্রস্তুতিও আছে বাপেক্সের। এছাড়া দ্বীপজেলাটির ৬০০ কিলোমিটার এলাকায় অনুসন্ধান কার্যক্রমও শেষ হয়েছে। সবমিলিয়ে বাপেক্সের সাফল্যের প্রতীক ধরা হয় ভোলাকে। বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা ফয়সাল চিশতি বলেন, বাপেক্সে এর আগে বেশ কয়েকটি কাজে সফল হয়েছে। ভোলায় তিনটি গ্যাস কূপ খননের দায়িত্ব পালনে বাপেক্সের সক্ষমতা আছে বলে মনে করেন বাপেক্সের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। এতকিছুর পরও ভোলায় ৩টি গ্যাসকূপ টবগি-১, ইলিশা-১ এবং ভোলা উত্তর-২ এ খননের কাজ পাচ্ছে রাশিয়ার গ্যাজপ্রম। সম্প্রতি এনিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে। সরকার মনে করছে, দ্রুত কাজ করতে পারবে বিশ্বের অন্যতম বড়ো এই কোম্পানি। প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি বলেন, দেশের প্রয়োজনেই ভোলায় গ্যাস কূপ খননে গ্যাজপ্রমকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০১২ সাল থেকে বাংলাদেশ কাজ করছে গ্যাজপ্রম। ইতোমধ্যে ১৭টি কূপ খনন করেছে প্রতিষ্ঠানটি। যদিও তাদের পারফর্মেন্সে সন্তুষ্ট নয় পেট্রোবাংলা। তাদের প্রতিবেদন থেকে দেখা যায়, প্রতিটি কূপ খননে গ্যাজপ্রমকে দিতে হয়েছে দ্বিগুণ অর্থ। পাঁচটি কূপে খননের পর বালু পানি উঠে বন্ধ হয়ে যায়। পরে বাপেক্স সেগুলো মেরামত করে গ্যাস তোলার উপযোগী করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ বদরুল ইমাম বলেন, গ্যাজপ্রমের বাজে পারফর্মেন্সের পরও কেন তাদের আবার দায়িত্ব দেয়া হলো? এই বিশেষজ্ঞ মনে করছেন, এতে করে মুখ থুবড়ে পড়বে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স।
×