ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজারে দেশী পেঁয়াজের দাম আবারও বেড়েছে

প্রকাশিত: ০৯:৪৪, ২ ফেব্রুয়ারি ২০২০

বাজারে দেশী পেঁয়াজের দাম আবারও বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ খুচরা ও পাইকারি বাজারে দেশী পেঁয়াজের দাম আবারও বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে দেশী পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ থেকে ৫০ টাকা। সেই হিসেবে পাইকারিতেই এই পেঁয়াজের দাম ১২৫ টাকা কেজি। এছাড়া বেড়েছে শীতের সবজির দামও। গত শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। কারওয়ানবাজারের পাইকারি বাজারে দেশী পেঁয়াজ ১২৫ টাকা, পাকিস্তান ৮৫ টাকা, মিশর ৬৫ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিনহাজ বাণিজ্যালয়ের কর্মচারী হৃদয় মল্লিক বলেন, মুড়িকাটা পেঁয়াজের দাম গতকাল ১৪০ টাকায় উঠেছিল। আজ ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশী পেঁয়াজের দাম বেড়েছে অন্তত ৩৫ টাকা। এক প্রশ্নের উত্তরে এই বিক্রেতা বলেন, মুড়িকাটা পেঁয়াজ প্রায় শেষের দিকে। ফলে বাজারে প্রতিদিনই দেশী পেঁয়াজের দাম উঠানামা করছে। হালি পেঁয়াজ উঠতে আরও দুই মাস লাগবে। এই সময়ে বাজার থেকে মুড়িকাটা পেঁয়াজ শেষ হয়ে যাবে। এ কারণেই বাড়ছে পেঁয়াজের দাম। এদিকে, মহাখালীর বউবাজারসহ কয়েকটি খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজিতে দেশী মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। মহাখালীর খুচরা বাজারের পেঁয়াজ বিক্রেতা আমিনুল বলেন, দেশী পেঁয়াজ গত সপ্তাহে ১০০ টাকা কেজিতে বিক্রি হলেও অন্তত ৬০ টাকা বেড়ে এই সপ্তাহে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে? এদিকে, মহাখালীর বউবাজারে বেগুন ৬০ টাকা, সিম ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁয়াজপাতা ৪০ টাকা, করলা ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, নতুন আলু ৩০ টাকা, শসা ৪০ টাকা ও কাঁচামরিচ ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপি প্রতিপিস ৪০ ও পাতাকপি ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বউবাজারের সবজি বিক্রেতা আমিনুল সারাবাংলাকে বলেন, সবজির মধ্যে বরবটির দাম এখন খুবই চড়া। ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই সবজি। সবজির বাজারে প্রায় একই চিত্র দেখা গেছে রাজধানীর কাওরান বাজারেও। বাজারটিতে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাওরান বাজারের সবজি বিক্রেতা ফরিদ বলেন, নির্বাচনের প্রভাবে বাজারে সবজির দাম বেড়েছে এমন নয়। কয়েক সপ্তাহ ধরেই কিছু কিছু সবজির দাম বাড়তি। শীতের মৌসুম শেষ হয়ে আসার কারণেই মূলত সবজির দাম কিছুটা বাড়ছে। এছাড়া শুক্রবার রাজধানীর কাওরান বাজারের খুচরা বাজারে মিনিকেট ৫৫ টাকা, আটাশ ৪০ টাকা ও নাজির ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গেল সপ্তাহেও চালের দাম একই ছিল। মাংসের মধ্যে গরু ৫৫০ টাকা কেজি, খাসি ৯০০ টাকা ও ছাগল ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম বাড়তি থাকা প্রসঙ্গে কাওরান বাজারের মাংস বিক্রেতারা বলেন, গেল এক মাস ধরেই খাসির মাংসের দাম বেশি রয়েছে। আগে ৮৫০ টাকা কেজিতে বিক্রি হলেও কিছুদিন আগে খাসির মাংসের দাম হাজার টাকায় উঠেছিল। এছাড়া মুরগির মধ্যে ব্রয়লার ১৩০, কক ২১০, পাকিস্তানি ২৩০ ও দেশী মুরগি ৪৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া, বাজারে মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকা হালিতে।
×