ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দলের উর্ধে উঠে ভোট দেয়ার আহ্বান মিলনের

প্রকাশিত: ০৯:৫২, ১ ফেব্রুয়ারি ২০২০

  দলের উর্ধে উঠে  ভোট দেয়ার আহ্বান মিলনের

স্টাফ রিপোর্টার ॥ আনুষ্ঠানিক প্রচার শেষ। তবুও নির্বাচনের আগের দিন শুক্রবার দুই সিটির মেয়র প্রার্থীরা ব্যস্ত সময় পার করেছেন। বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের মতো জাতীয় পার্টি মনোনীত দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নগরবাসীর কাছে ভোট প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, আগামী দিনে ঢাকা শহর যার মাধ্যমে বসবাস উপযোগী, শান্তিময়, নিরাপদ হয় ও যুব সমাজকে যিনি মাদকের হাত থেকে রক্ষা করতে পারবেন-এমন একজন ব্যক্তিকে মেয়র হিসেবে বেছে নিন। শুক্রবার নিজের ফেসবুকে চার মিনিট এক সেকেন্ডের এই ভিডিও আপ করেন মিলন। এর পাশাপাশি দিনভর পুরান ঢাকায় নিজ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি। দলের এজেন্টদের সঙ্গে কথা বলেছেন। নগরবাসীর উদ্দেশে ভিডিও বার্তায় জাপার এই প্রেসিয়িাম সদস্য বলেন, ‘...আমি সাইফুদ্দিন আহমেদ মিলন। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী। প্রিয় ঢাকাবাসী। গত ১৭ দিন এই মেয়র নির্বাচন উপলক্ষে আমি ঢাকা দক্ষিণে প্রত্যেক এলাকায় যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এই বিশাল ঢাকা শহরের ৭৫টি ওয়ার্ড। তাই স্বল্প সময়ে সবার বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা ছিল আপনাদের সবার সঙ্গে দেখা করা। বাস্তবতা হলো সবার সঙ্গে দেখা করতে পারিনি, হাত মেলাতে পারিনি, সবার বাড়ি বাড়ি যেতে পারিনি। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন’। মিলন বলেন, ‘আগামীকাল পহেলা ফেব্রুয়ারি ভোট। এই ভোট আপনার অধিকার। আমাদের পূর্বপুরুষরা ’৭১ এর মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও আত্মাহুতি দিয়ে আমাদের একটি সুন্দর দেশ দিয়ে গেছেন। সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও পূর্বপুরুষদের আত্মাহুতি সবকিছুই আমাদের গৌরবের ইতিহাস। আমাদের সুন্দর দেশ ও শহরটি যেন ভালভাবে চলে এর দায় দায়িত্ব সকলের।
×