ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংক্ষিপ্ত খবর

প্রকাশিত: ০৯:২৪, ১ ফেব্রুয়ারি ২০২০

 সংক্ষিপ্ত খবর

ক্যানবেরায় জরুরী অবস্থা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ শহরটি ও এর আশপাশের এলাকায় জরুরী অবস্থা জারি করেছে। আগুনের এবারের হুমকিকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে কর্মকর্তারা অভিহিত করেছেন। দাবানলের মূল অগ্নিকাণ্ডটি এরই মধ্যে ক্যানবেরার দক্ষিণাঞ্চলের ১৮ হাজার ৫০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। কর্তৃপক্ষ রাজধানীর উপকণ্ঠের বাসিন্দাদের যে কোন সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে। -বিবিসি রাম হনুমানের সঙ্গে তুলনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাম ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হনুমান সম্বোধন করে বিতর্কের মুখে পড়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধীরা এবার চৌহানকে এক হাত নিয়েছেন। বুধবার ভুপালে এক সমাবেশে বিতর্কিত নাগরিকত্ব আইন বিরোধীদের হুঁশিয়ারি দেন শিবরাজ সিং চৌহান। চৌহান বলেন, ‘যতই বাধা আসুক পৃথিবীর কোন শক্তিই সিএএ প্রয়োগ বন্ধ করতে পারবে না। কারণ বিরোধীদের কোন হুমকিতেই ভয় পান না মোদি। তিনি স্বয়ং রাম ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হলেন হনুমান।’ মোদি ও অমিত শাহকে ধর্মীয় আবেগের সঙ্গে এবারই মেলাননি শিবরাজ সিং, এর আগেও এমনটি করেছিলেন তিনি। ডিসেম্বরে জয়পুরের এক সমাবেশে গিয়ে শিবরাজ চৌহান বলেছিলেনÑ ‘মোদি ঈশ্বরের মতোই। তিনি প্রতিবেশী দেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নেয়া অমুসলিম নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছেন।’ - এনডিটিভি জাতিসংঘের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনে দ্রুত সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে এ সংঘর্ষ যুদ্ধ বন্ধের প্রক্রিয়াকে ব্যাহত করছে। নিরাপত্তা পরিষদের সদস্যরা নাহম ও আল জাওফে ব্যাপক সহিংসতায় সাম্প্রতিক সময়ে হাজার হাজার মানুষ বাস্তচ্যুত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের সর্বসম্মত ঘোষণায় একথা বলা হয়। ঘোষণায় বলা হয়, যুদ্ধ অবসানে ইয়েমেনের সর্বোত্তম সুযোগ হিসেবে ২০১৮ সালের ডিসেম্বরে সুইডেনে স্বাক্ষরিত যুগান্তকারী চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলীয় হোদেইদা নগরীতে অস্ত্রবিরতি বজায় রাখা প্রয়োজন ছিল। নিরাপত্তা পরিষদের সদস্যরা মানবিক কর্মীদের প্রতি সব ধরনের হুমকি দ্রুত বন্ধ এবং দেশটির উত্তরাঞ্চলে নিরাপদ ও অবাধ প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানায়। ব্রিটেনের অনুরোধে মঙ্গলবার অনুষ্ঠিত পরিষদের এক জরুরী বৈঠকে ঘোষণা দেয়া হয়। - এএফপি ক্ষমা করলেন পুতিন মাদক পাচারের অভিযোগে রাশিয়ায় কারাদন্ডপ্রাপ্ত আমেরিকান-ইসরায়েলি নারী নামা ইসাচারের (২৭) সাজা মওকুফ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বুধবার এ তথ্য জানায় ক্রেমলিন। পুতিন মানবিক দিক বিবেচনা করে ইসাচারকে ক্ষমা করে সাজা মওকুফ করার নির্দেশ দেন। এ ঘটনার পর এক বিবৃতিতে পুতিনকে ধন্যবাদ জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন ইসাচারকে ক্ষমা করে দেয়ার জন্য আমি আমার বন্ধু পুতিনকে ধন্যবাদ জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো যাওয়ার কথা রয়েছে নেতানিয়াহুর। ক্ষমা ঘোষণার প্রায় এক সপ্তাহ আগে নামার মা ইয়াফা ইসাচার এবং নেতানিয়াহুর সঙ্গে জেরুজালেমে দেখা করেন পুতিন। গত এপ্রিলে লাগেজে ৯ দশমিক ৫ গ্রাম গাঁজাসহ মস্কো বিমানবন্দরে ধরা পড়েন ইসাচার। মাদক পাচারের অভিযোগে তাকে সাড়ে সাত বছরের কারাদ- দেয়া হয়। তারপর থেকে মস্কোয় এক কারাগারে ছিলেন তিনি। -রয়টার্স অস্কার অনুষ্ঠানের পরিকল্পনা বাতিল প্রতিবছর বেজিংভিত্তিক চীনা সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) সরাসরি সম্প্রচার করে অস্কারের জমকালো অনুষ্ঠান। তবে এবার চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাতিল করা হয়েছে অস্কার সম্প্রচারের পরিকল্পনা। ৯২তম অস্কারের আর খুব বেশি দিন বাকি নেই। তবে অস্কার নিয়ে উচ্ছ্বাস প্রকাশের বদলে সোশ্যাল মিডিয়া এখন ব্যস্ত করোনা ভাইরাস প্রসঙ্গে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় হুমকির মুখে আছে পুরো বিশ্ব। তাই চীন থেকে রিপোর্টাররা অস্কার অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। -ইয়াহু নিউজ
×