ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস আতঙ্ক

ইতালিতে জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না ছয় হাজার যাত্রীকে

প্রকাশিত: ০৯:২৪, ১ ফেব্রুয়ারি ২০২০

  ইতালিতে জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না  ছয় হাজার যাত্রীকে

ইতালীয় উপকূলে একটি জাহাজে এক নারীর শরীরে করোনা ভাইরাস পাওয়া যেতে পারে সন্দেহে ৬ হাজার যাত্রীকে জাহাজের অভ্যন্তরেই আটকে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জ্বরে আক্রান্ত ওই নারীকে সবার থেকে আলাদা করে ফেলা হয়েছে। তবে জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না কাউকেই। ফলে আটকা পড়েছেন ক্রুসহ ছয় হাজার যাত্রী। খবর ডেইলি মেইল অনলাইনের। জাহাজটি ইতালীয় কোস্টা ক্রোসিয়ের কোম্পানির। রোমের স্পালাজানি হাসপাতালে বিশেষজ্ঞরা হংকং থেকে যাওয়া এক দম্পতিকে পীরক্ষা করেছেন। এর মধ্যে স্ত্রী শ্বাস সংক্রান্ত সমস্যায় আক্রান্ত। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা জানতে ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই নারীর স্বামীর শরীরে কোন ভাইরাস বা লক্ষ্মণ দেখা না গেলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আলাদা করে ফেলা হয়েছে। সিভিতাভেশিয়া মেয়র আর্নেস্টো তেদেস্কো জাহাজ খালি করার অনুমতি দেননি। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন জাহাজ খালি করা সম্ভব। তবে জাহাজের মালিকানা প্রতিষ্ঠানের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×