ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস আতঙ্কে নিম্নমুখী এশিয়ার শেয়ারবাজার

প্রকাশিত: ০৯:২৩, ১ ফেব্রুয়ারি ২০২০

  করোনা ভাইরাস আতঙ্কে নিম্নমুখী এশিয়ার  শেয়ারবাজার

করোনা ভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। চীনসহ ২০টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতেও। এরই মধ্যে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারে। সিএনবিসি। বুধবার দক্ষিণ কোরিয়ার কসপির সূচক নেমে গেছে ০.৫ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ নেমেছে এক শতাংশ। সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স (এইচএসআই)। এর সূচক ০.৮ শতাংশ কমে গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সারাবিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১৩জন। গত একদিনেই মারা গেছে ৩৮ জন। এছাড়া শুধু উহান শহরেই প্রাণহানি ১৬২ জনের, আক্রান্ত অন্তত সাড়ে চার হাজার। আর চীনে সরকারী হিসাবে ভাইরাস আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭ হাজার ৭শ ১১ জন। করোনা ঠেকাতে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার কয়েকটি দেশ চীনগামী বিমানের ফ্লাইট বাতিল করছে। ব্রিটিশ এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার এশিয়া, ক্যাথে প্যাসিফিক, এয়ার ইন্ডিয়া ও ফিনএয়ার ইতোমধ্যে চীনগামী ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। যেসব যাত্রী চীনে যাওয়ার জন্য বিমানের টিকেট কিনেছিলেন, তাদের টাকা ফেরত দিচ্ছে অন্য বিমানসংস্থাগুলোও। এমন পরিস্থিতি চীনের অর্থনীতিতে বড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জেপি মরগান এ্যাসেট ম্যানেজমেন্টের এশিয়া বিষয়ক চিফ মার্কেট স্ট্রাটেজিস্ট তাই হুই বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যদিও এর বেশিরভাগই চীনে। আমরা আশা করি, এই মুহূর্তে এশিয়ার বিনিয়োগকারীরা ঝুঁকির বিপরীত দিকেই নজর ধরে রাখবেন। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল জানিয়েছেন, তারা করোনা ভাইরাস পরিস্থিতির দিকে সাবধানতার সঙ্গে নজর রাখছেন। করোনা ভাইরাসে এক ভারতীর মৃত্যু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মালয়েশিয়ায় কর্মরত মনির হোসেন নামে ২৪ বছর বয়সী এক ভারতীয় যুবক। মনিরের বাড়ি ত্রিপুরার সিপাইজোলাতে। মনিরের মৃত্যু সংবাদ জানিয়ে কুয়ালালামপুর থেকে তার এক সহকর্মী ত্রিপুরায় গ্রামের বাড়িতে ফোন করেন বলে জানান মনিরের আত্মীয়রা। জি নিউজ। মালয়েশিয়ায় একটি রেস্তরাঁয় কাজ করতেন মনির। মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
×