ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উ. প্রদেশে ২৩ শিশু জিম্মি ঘটনার অবসান

প্রকাশিত: ০৮:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২০

 উ. প্রদেশে ২৩ শিশু  জিম্মি ঘটনার  অবসান

ভারতে নিজের এক বছরের সন্তানের মিথ্যা জন্মদিনের পার্টিতে ডেকে ২৩ শিশুকে জিম্মি করা এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হওয়ার পর স্থানীয়রা তার স্ত্রীকেও পিটিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের ফররুখাবাদে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসি অনলাইনের। জিম্মিকারীর নাম সুভাষ বাথাম। তিনি একটি হত্যা মামলার আসামি হলেও সম্প্রতি জামিনে ছিলেন। শিশুদের জিম্মি করার খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে পৌঁছার পরও উদ্ধার পর্ব শেষ হতে ১০ ঘণ্টার মতো লাগে। কর্মকর্তারা দীর্ঘক্ষণ ধরে সুভাষকে আত্মসমর্পণে চাপ দিলেও তাতে সাড়া মেলেনি। পরে বাধ্য হয়েই পুলিশ ভবনটির ভেতরে ঢোকে। গোলাগুলির এক পর্যায়ে জিম্মিকারী নিহত হন। সুভাষের হাতে জিম্মি ছয় মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে। শিশুদের জিম্মি করে রাখার এ ঘটনায় ফররুখাবাদের বাসিন্দারা আতঙ্কের রাত কাটিয়েছে বলে স্থানীয় সাংবাদিক দীপক কুমার শ্রীবাস্তব জানান। তিনি বলেন, পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কেউ ঘুমাননি। সবাই শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
×