ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদি ও নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী ॥ রাহুল গান্ধী

প্রকাশিত: ০৮:৩৩, ১ ফেব্রুয়ারি ২০২০

মোদি ও নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী ॥ রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই মতবাদে বিশ্বাসী। নিজের সংসদীয় এলাকা কেরলের ওয়ানাডে বৃহস্পতিবার সিএএবিরোধী এক সমাবেশে এই বিস্ফোরক মন্তব্য করেন রাহুল। তিনি আরও বলেন, এখন দেশের মানুষ যেভাবে সিএএবিরোধী হয়ে উঠেছে তা দেখে এতটাই রেগে গেছেন প্রধানমন্ত্রী যে তিনি মহাত্মা গান্ধীজীর মতবাদে বিশ্বাস রাখার মতো অবস্থায় নেই। বর্তমানে একজন অজ্ঞ, জ্ঞানহীন মানুষও এটিকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। এসব উপলব্ধি করে মোদি এতটাই রেগে আছেন যে তিনি বুঝতে পারছেন না যে ভারতের শক্তি ঠিক কী। আসলে তার মতাদর্শ আর গডসের মতাদর্শ একই। নরেন্দ্র মোদি এবং নাথুরাম গডসে একই মতাদর্শে বিশ্বাসী। খবর এনডিটিভি অনলাইনের।
×