ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিএএবিরোধী বিক্ষোভে গুলি চালানো তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রকাশিত: ০৮:৩২, ১ ফেব্রুয়ারি ২০২০

  সিএএবিরোধী বিক্ষোভে গুলি চালানো তরুণের বিরুদ্ধে অভিযোগ  দায়ের

ভারতের রাজধানী নয়াদিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিক্ষোভে গুলি চলানো তরুণের বিরুদ্ধে হত্যার চেষ্টা করার অভিযোগ এনেছে দিল্লী পুলিশ। একাদশ শ্রেণীর ছাত্র সতেরো বছরের ওই তরুণের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে যে, কিছুদিন আগেই ওই তরুণ একটি দেশী বন্দুক কেনে এবং বন্দুকটি হাতে পাওয়ার পর থেকেই সে নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করে। খবর এনডিটিভি অনলাইনের। বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতোই স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই তরুণ। তার বাড়ি দিল্লী থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরের জেওয়ারে এলাকায়। কিন্তু সে স্কুলে না গিয়ে দিল্লীগামী বাসে উঠে পড়ে। তারপরেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে ওই হামলা চালায়। বৃহস্পতিবার দুপুরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ সভা লক্ষ্য করে গুলি চালায় উন্মত্ত ওই তরুণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে বন্দুক তাক করে সে বলে, এই নে আজাদি (মুক্তি)। এরপর জয় শ্রীরাম বলে সে গুলি চালানো শুরু করে।
×