ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে ভালবেসে’

প্রকাশিত: ০৭:১৫, ১ ফেব্রুয়ারি ২০২০

 দনিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে ভালবেসে’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘মানবিক মানুষ চাই’ প্রত্যয় নিয়ে শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিককর্মীদের সম্মিলনে গঠিত সাংস্কৃতিক সংগঠন শুভজনের সহযোগিতায় এবং জাগ্রত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষব্যাপী বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে ভালবেসে’। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব গত ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর প্রান্তিক এলাকা দনিয়ার আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শুভজন উপদেষ্টা এবং জাগ্রত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক গীতিকবি ও সুরকার চিন্ময় রায় চৌধুরীর গ্রন্থণা ও নির্দেশনায় বঙ্গবন্ধুকে নিবেদিত গান, কবিতা আর নৃত্যে সাজানো এ অনুষ্ঠানে বিভিন্নপর্বে মনোমুগ্ধকর পরিবেশনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী ড. অনুপম কুমার পাল, কণ্ঠশিল্পী অঞ্জলি চৌধুরী, শামিমা খানম, মম, মিলিতা লুইজা সরকার, মেহবুবা জাহান কলি, রুপা, রেদয়ান, আবৃত্তিশিল্পী তরুণ রাসেল, শাহানাজ পারভিন ডলি, নাইমা খানম, সানজিদা আহমেদ, আন্তানুর হকসহ জাগ্রত সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ও শুভজনের নিজস্ব শিল্পীবৃন্দ। শুভজন প্রতিষ্ঠাতা তরুণ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি কদমতলি থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন মীর পিপিএম, বিশেষ অতিথি বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহানাজ পারভিন ডলি, কদমতলি থানার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এবং একাত্তর টিভির সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল ইসলাম মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ হাসানুজ্জামান মাসুদ। ‘বঙ্গবন্ধুকে ভালবেসে’ শিরোনামে চিন্ময় রায় চৌধুরীর কথা ও সুরে এসো বিশ্ববাসী, এসো সব বাঙালী, মহামানবের শুভ জন্মদিনে এবং অন্ধকারে হতাশায় সূর্য নিয়ে হাতে, মহারাজ এলো সবার মনের ঘুম ভাঙাতে এমন সুন্দর কথায় দুটি সমবেত গানের মধ্যদিয়ে শুভ সূচনা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে শুভজনের বর্ষব্যাপী বিশেষ ধারাবাহিক আয়োজন ‘বঙ্গবন্ধুকে ভালবেসে’ অনুষ্ঠানের দ্বিতীয়পর্ব। অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীরা বঙ্গবন্ধুকে নিয়ে লেখা দেশের গুণী গীতিকার ও সুরকারের সুর করা বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন ।
×