ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাগরণী থিয়েটারের রজতজয়ন্তী উৎসবের সমাপনী আজ

প্রকাশিত: ০৭:১৪, ১ ফেব্রুয়ারি ২০২০

  জাগরণী থিয়েটারের রজতজয়ন্তী উৎসবের  সমাপনী আজ

সাজু আহমেদ ॥ ঢাকার অদূরের সাভারের এনাম মেডিক্যাল কলেজ মিলনায়তনে জাগরণী থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নয় দিনব্যাপী রজতজয়ন্তী আন্তর্জাতিক থিয়েটার উৎসব শেষ হচ্ছে আজ। উৎসবের সমাপনী দিনের আয়োজনে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের প্রখ্যাত নাট্য গবেষক ড. আশিষ গোস্বামী। উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে আজ সন্ধ্যায় ভারতের ভূমিসুত নাট্যদলের ‘চর্যাপদের কবি’ নাটকটি মঞ্চস্থ হবে। উৎসবে গতকাল শুক্রবার বিকেলে ছিল থিয়েটার বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। ব্যতিক্রমী এ সেমিনারের প্রাককথন ও সঞ্চালনা করেন ড. আশিষ গোস্বামী। আলোচক ছিলেন নাট্য শিক্ষক ও গবেষক ড. বিপ্লব বালা। আরও ছিলেন অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, নাট্য শিক্ষক ড. কামাল উদ্দিন কবির ও নাট্যকার, নির্দেশক দেবাশীষ ঘোষ। গত ২৪ জানুয়ারি শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। উৎসবে দেশী-বিদেশী একাধিক নাটক মঞ্চায়নের পাশাপাশি দেশের গুণী নাট্যব্যক্তিত্বদের সম্মাননা দেয়া হয়। এবারের আয়োজনে বাংলাদেশের ৯টি এবং ভারতের ৫টি দলসহ মোট ১৩টি দল নাটক মঞ্চস্থ করে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় জাগরণী থিয়েটার প্রযোজিত নৃত্যনাট্য ‘মহুয়া সুন্দরী’। উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় লোকনাট্য দলের (বনানী) নাটক ‘ঠিকানা’, তৃতীয় দিন প্রাঙ্গণেমোরের ‘আমি ও রবীন্দ্রনাথ’ ও জাগরণী থিয়েটারের ‘রাজার চিঠি’, চতুর্থ দিন সংস্কার নাট্যদলের ‘গীতি চন্দ্রাবতী’ ও ভারতের থিয়েটার শাইনের নাটক ‘সাত ফাঁকে বাঁধা’, পঞ্চম দিন পালাকারের ‘উজানে মৃত্যু’, ভারতের হাতে খরি প্রযোজিত নাটক ‘কিউমুলো নিম্বাস’, ষষ্ঠদিন ভারতের বারাসাত কাল্পিক প্রযোজিত নাটক ‘পাতার বাঁশি’, সপ্তম দিন থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ এবং তুষ্টি প্রযোজিত নৃত্যনাট্য ‘স্বপ্নসন্ধানী’ এবং গতকাল শুক্রবার উৎসবের অষ্টম দিন সন্ধ্যায় ভারতের প্যাশোনেট পারফর্মার্স ‘রাজভোগ’ নাটকটি মঞ্চস্থ করে । এছাড়াও উৎসবের বিভিন্ন দিনে বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম রাজীব, পারভেজুর রহমান, ফখরুল আলম সমর, ঝুনা চৌধুরী, কামাল বায়েজীদ, আহমেদ গিয়াস, কাদের তালুকদার, অধ্যাপক রশীদ হারুন, অধ্যাপক দীপক কুমার রায়, রফিকুল ইসলাম (ঠা-ু মোল্লা), ইয়াকুব হোসেন, এসএ হক অলিক, অনন্ত হিরা, আকতারুজ্জামান, রফিকউল্লাহ সেলিম, দিল আফরোজা শামিম, আ খ ম সিরাজুল ইসলাম, ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সালাহ উদ্দিন খান নঈম, আনন জামান, প্রদীপ দাস, শাহানা জাহান সিদ্দিকা, অনিকেত পাল বাবু, রফিকুল ইসলাম। এবারের জাগরণী উৎসবে বিভিন্ন দিনে যাদের সংবর্ধনা দেয়া হয় তারা হলেন সংস্কৃতি বন্ধু ও নাট্যজন আবুল হায়াত, দিলারা জামান, শর্মিলী আহমেদ, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, আজিজুল হাকিম, জিনাত হাকিম, আফসানা মিমি, মুনিরা ইউসুফ মেমি, আজাদ আবুল কালাম, আব্দুল হালিম আজিজ, লুৎফর রহমান জর্জ, শামস সুমন, তানভিন সুইটি, আবু নাসের বেগ, প্রণব কুমার ঘোষ, নিরঞ্জন দাস, রওনক হাসান, তপন হাফিজ, ড. কিষান মোস্তফা, তপু খান, আজমল আমিন, অরূপ রায়, শাহেদুল ইসলাম শাহেদ, শচীন সরকার, নিরঞ্জন সরকার ও মোঃ শফিকুল আলম বাবুল প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে ‘জাগরণী সেরা নাট্যকর্মী-২০১৯’ ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়। এবারের উৎসব কমিটির আহ্বায়ক ছিলেন জাগরণী থিয়েটারের উপদেষ্টা সাংবাদিক আজিম উদ্দিন, সদস্য সচিব জাগরণী থিযেটারের উপদেষ্টা রঞ্জন কুমার সরকার এবং প্রধান সমন্বয়কারী ছিলেন জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা। উৎসব প্রসঙ্গে স্মরণ সাহা বলেনÑ নাটক হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অন্যতম হাতিয়ার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে মুজিববর্ষ পালনের প্রস্তুতি। মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে সকলের ভালবাসায় আমাদের পথচলার ২৫ বছর পূর্তির আয়োজন ‘রজতজয়ন্তী আন্তর্জাতিক থিয়েটার উৎসব’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করেছি। এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিলো এই আয়োজনে সাভার শিল্পকলা একাডেমি বাস্তবায়নের জোরালো দাবি তুলে ধরা হয়। উৎসবে উপস্থিত অতিথি, দর্শক শ্রোতারা এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। শেষে এসে আমরা বলতে পারি অনেক ঝক্কি ঝামেলা সত্ত্বেও আমাদের এই আয়োজন অকেটাই সফল। জাগরণী থিয়েটার কর্তৃক বিজয় নাট্যোৎসব, স্বাধীনতা দিবস নাট্যোৎসব, চেয়ারম্যান নাট্যোৎসব আয়োজনের পর এটি সবচেয়ে বড় আয়োজন। সুতরাং এই উৎসব আমাদের জন্য অনেকটাই মাইলফলক। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই।
×