ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’

প্রকাশিত: ০৭:১৩, ১ ফেব্রুয়ারি ২০২০

  ঈদ-উল-ফিতরে মুক্তি পাবে চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ এর শূটিং চলছে। নতুন খবর হলো শূটিং শেষ হতে না হতেই বছরের বহুল আলোচিত এই চলচ্চিত্রের প্রেক্ষাগৃহ বুকিং কার্যক্রম শুরু হয়েছে। তবে দেশের আগেই আন্তর্জাতিক বাজারে চলচ্চিত্রটির যাত্রা শুরু হলো। গত বুধবার অস্ট্রেলিয়াভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বঙ্গজ ফিল্মসের সঙ্গে মিশন এক্সট্রিমের প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি মতে বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড অঞ্চলে ‘মিশন এক্সট্রিম : প্রথম খণ্ড’ ডিস্ট্রিবিউশন করবে। বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসন্ন ঈদ-উল-ফিতরে চলচ্চিত্রটি মুক্তির দুই সপ্তাহ পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে মুক্তি পাবে। এ প্রসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও কাহিনীকার সানী সানোয়ার বলেন, বঙ্গজ ফিল্মস ইতিপূর্বে আমাদের ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটি সফলতার সঙ্গে ডিস্ট্রিবিউশন করেছে। তাই নতুন চলচ্চিত্রেও তাদের দায়িত্ব দেয়া হলো। আরও কয়েকটি দেশে ডিস্ট্রিবিউশনের জন্য বেশকিছু বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন তালিকা চূড়ান্ত করতে পারব। বঙ্গজ ফিল্মের কর্ণধার তানিম মান্নান বলেন, আমরা খুব আনন্দিত যে প্রতিযোগিতামূলক পরিবেশে প্রবাসীদের মাঝে বহুল আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’র ডিস্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছি।
×