ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯ দেশ ও ১ সংস্থার ৭৪ পর্যবেক্ষককে নিরাপত্তা দিতে বলল ইসি

প্রকাশিত: ১২:৫১, ৩১ জানুয়ারি ২০২০

৯ দেশ ও ১ সংস্থার ৭৪ পর্যবেক্ষককে নিরাপত্তা  দিতে বলল ইসি

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে নয়টি দেশ ও একটি সংস্থার ৭৪ পর্যবেক্ষক ভোট গ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তাদের নিরাপত্তা দেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বৃহস্পতিবার রাতে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মোহাঃ ইসরাইল হোসেন। বিদেশী পর্যবেক্ষকদের তালিকা থেকে জানা গেছেÑ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ জন, যুক্তরাজ্যের ১২ জন, ইউরোপীয় ইউনিয়নের ৫ জন, নেদারল্যান্ডসের ৬ জন, সুইজারল্যান্ডের ৬ জন, জাপানের ৫ জন, ডেনমার্কের ৩ জন, নরওয়ের ৪ জন, অস্ট্রেলিয়ার ২ জন ও কানাডার ৪ জন পর্যবেক্ষণ করবেন। নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিভিন্ন দেশের ঢাকায় হাইকমিশন ও এ্যাম্বাসির ৪৬ বিদেশী-দেশী নাগরিক ২৮ জন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটে পর্যবেক্ষণের জন্য বিদেশী পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশন অনুমোদন দিয়েছেন। তাই নির্বাচন পর্যবেক্ষণকালে এসব পর্যবেক্ষককে নিরাপত্তা দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন।
×