ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় কলেজে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ গঠনের পরামর্শ

প্রকাশিত: ১২:৪০, ৩১ জানুয়ারি ২০২০

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় কলেজে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ গঠনের পরামর্শ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ গঠনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এস এ মালেক। তিনি যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযথভাবে পালন করার জন্য পরিষদ নেতাদের নির্দেশ দেন। পরিষদ নেতৃবৃন্দ ২৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা ১১টায় পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এই নির্দেশ দেন। সাক্ষাতে ড. মালেক বলেন, যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের আওতায় এনে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে । পাশাপাশি বঙ্গবন্ধুর খুনীদের শীঘ্রই বিচার প্রক্রিয়ার যথাযথ জুডিশিয়াল প্রসিডিংয়ের মাধ্যমে ট্রাম্প সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। এ সময় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ড. এস এ মালেককে ক্রেস্ট উপহার দেয়া হয়। -বিজ্ঞপ্তি
×