ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিটি ভোট নিয়ে পশ্চিমা দূতদের যৌথ বিবৃতি

প্রকাশিত: ১২:২৬, ৩১ জানুয়ারি ২০২০

সিটি ভোট নিয়ে পশ্চিমা দূতদের যৌথ বিবৃতি

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে বিদেশী কূটনীতিকদের তৎপরতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষোভের মধ্যে ভোট নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন ঢাকায় কর্মরত পশ্চিমা দেশগুলোর দূতরা। বৃহস্পতিবার তাদের যৌথ বিবৃতিতে বলা হয়, ঢাকায় অবস্থিত কূটনীতিক এবং নির্বাচন কমিশন অনুমোদিত পর্যবেক্ষক হিসেবে আমরা এই শহরের ভোটকেন্দ্রসমূহে গণতন্ত্রকে কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা করছি। খবর বিডিনিউজের। আমরা আরও আশা করছি যে বাংলাদেশের সরকার, নির্বাচন কমিশন এবং সকল সংশ্লিষ্ট রাজনৈতিক দল শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণের ভোট দেয়ার অধিকারকে সম্মান জানাবেন এবং স্বচ্ছতা ও সততার সঙ্গে ভোট গণনা করবেন। যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের পাশাপাশি বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন কানাডার হাইকমিশনার বেনোয়া প্রেফেঁতে, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা স্লাইটার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসন, নেদারল্যান্ডস দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স জেরোন স্টিগস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার পেনি মর্টন ও সুইজারল্যান্ড দূতাবাসের শার্জ দ্য এ্যাফেয়ার্স সুজান মুলার। এই কূটনীতিকদের কেউ কেউ সিটি নির্বাচনের আগে ইসিতে গিয়ে খবরাখবর নিয়েছেন। প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন কেউ কেউ। তাদের বৈঠকের খবরও গণমাধ্যমে এসেছে। বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে কূটনীতিকদের তৎপরতা থাকলেও স্থানীয় নির্বাচন নিয়ে তাদের এত মনোযোগ নিকট অতীতে দেখা যায়নি।
×