ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালের টি২০ খেলবেন গেইল

প্রকাশিত: ১১:৫১, ৩১ জানুয়ারি ২০২০

নেপালের টি২০ খেলবেন গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৯ ফেব্রুয়ারি শুরু হবে নেপালের ঘরোয়া টি২০ আসর এভারেস্ট প্রিমিয়ার লীগ (ইপিএল)। এর আগে তিনটি আসর আয়োজিত হলেও সেভাবে নজর কাড়তে পারেনি ইপিএল। তবে চতুর্থ আসর শুরুর আগেই খবরের পাতায় সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে নেপালের এই আসরটি। কারণ এবার ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল খেলবেন ইপিএলে। টুর্নামেন্টের দল পোখারা রাইনোসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান এই তারকা। ৪০ বছর বয়সী গেইল বর্তমানে অনেক কমই খেলছেন ফ্র্যাঞ্চাইজি আসরগুলো। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল) মাত্র ৪ ম্যাচ খেলেছেন। তার আবেদনও কিছুটা কমে গেছে। বিপিএলে ৪ ম্যাচে মাত্র ১৪৪ রান করতে পেরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। এখন নেপালেও খেলতে যাবেন। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলবেন গেইল। নিজের টুইটারে একটি ভিডিওতে গেইল বলেন, ‘নেপালের সবচেয়ে বড় টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লীগে আমি খেলতে যাব। আসুন এবং আমার দল পোখারা রাইনোসকে সমর্থন করুন। ক্রিকেটের এই জমজমাট আসরের অংশ হোন।’ বঙ্গবন্ধু জাতীয় ফুটবলে বিকেএসপির বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ দেশব্যাপী চলমান বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে বৃহস্পতিবারের খেলায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেএসপি ৫-০ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (বিজয়ী দলের আল-আমিন হ্যাটট্রিকসহ ৪ গোল, অপর গোলটি আক্কাছ আলীর) এবং বুয়েট ৪-১ গোলে ঢাকা বোর্ডকে (বিজয়ী দলের তানভীর হ্যাটট্রিক, অপর গোলটি মাহমুদুলের। বিজিত দলের একমাত্র গোলটি আরিফের)। বিকেএসপি সেবা অঞ্চলের ক-গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে সেমিফাইনালে উঠেছে।
×