ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিয়ান কাপের সেমিতে ইন্টার

প্রকাশিত: ১১:৫১, ৩১ জানুয়ারি ২০২০

ইতালিয়ান কাপের সেমিতে ইন্টার

স্পোর্টস রিপোর্টার ॥ ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে ইন্টারের হয়ে গোল করেন এ্যান্টোনিও কানড্রেভা ও নিকোলো বারেলা। এর ফলে ইন্টার মিলানে অভিষেকেই জয়ের স্বাদ পেয়েছেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টারের প্রতিপক্ষ নেপোলি। আরেক সেমিতে লড়বে এসি মিলান ও জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগে টানা তিন ম্যাচে ড্র করার পর এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইন্টার। শুরু থেকে প্রাধান্য বিস্তার করে খেলা ইন্টার প্রথম গোল পায় প্রথমার্ধ শেষের এক মিনিট আগে। লটারো মার্টিনেজের পাস থেকে গোল করেন কানড্রেভা। বিরতির পর ৬০ মিনিটে দর্শনীয় হেডে ফিওরেন্টিনাকে সমতায় ফেরান মার্টিন ক্যাসেরেস। সাত মিনিট পর অসাধারণ ভলিতে ইন্টারের জয় নিশ্চিত করা গোলটি করেন বারেলা। ম্যাচ শেষে ইন্টার কোচ এ্যান্টোনিও কন্টে বলেন, ছেলেরা অসাধারণ খেলেছে। আশা করছি ধারাবাহিকতা ধরে রাখতে পারবে দল। তিনি আরও বলেন, এরিকসেনকে এত আগে ব্যবহার করার ইচ্ছা আমাদের ছিল না। মাত্রই সে আমাদের সঙ্গে অনুশীলন শুরু করেছে। কিন্তু দলের জন্য আমাদের হাতে শুধু দুইজন মিডফিল্ডার হাতে ছিল।
×