ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন ওয়ানডে সিরিজ নিয়ে ভাবছে কিউইরা

প্রকাশিত: ১১:৪৮, ৩১ জানুয়ারি ২০২০

এখন ওয়ানডে সিরিজ নিয়ে ভাবছে কিউইরা

স্পোর্টস রিপোর্টার ॥ সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি২০ ম্যাচেই কোন প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড। তবে তৃতীয় টি২০ ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে কিউইরা। শেষ পর্যন্ত অবশ্য জিততে পারেনি তারা, সুপার ওভারে হেরে গেছে। সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় আজ চতুর্থ টি২০ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই নিউজিল্যান্ডের। ওয়েলিংটনে বাংলাদেশ সময় বেলা ১টায় দু’দল মুখোমুখি হবে সিরিজের চতুর্থ টি২০ ম্যাচে। তবে ৫ ম্যাচের টি২০ সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে এখন ওয়ানডে সিরিজ নিয়েই ভাবছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এ কারণে আগেভাগেই ঘোষণা করেছে ওয়ানডে দল। তবে সেই দলেও ইনজুরির ছোবলের জন্য পরিবর্তন আনতে হয়েছে। একেবারে নতুন মুখ হিসেবে পেস বোলার কাইল জ্যামিসন ডাক পেয়েছেন। এছাড়া ফিরেছেন স্কট কুগলেইন ও হামিশ বেনেট। গত বিশ্বকাপ ফাইনালের পর এবারই প্রথম ওয়ানডে খেলতে নামবে নিউজিল্যান্ড। এ বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। আর সেই কারণে বছরের শুরু থেকেই এখন সবগুলো দল টি২০ ক্রিকেটেই মনোযোগী। সফরকারী ভারতের বিপক্ষে তাই কিউইরা ৫ ম্যাচের টি২০ সিরিজ রেখেছিল। তাতে এখন পর্যন্ত হওয়া তিনটি ম্যাচে ভারতের যে সাফল্য তাতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হতেই পারে বিরাট কোহলির দল। কারণ টানা ৩ ম্যাচ জিতে স্বাগতিকদের বিপক্ষে আগেভাগেই সিরিজ জিতে নিয়েছে তারা। এখন বাকি দুই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার মোক্ষম সুযোগ তাদের জন্য। একাদশের নিয়মিতদের বিশ্রামে রেখে বেঞ্চে থাকাদের সুযোগ করে দিতে পারবে। তবে সেই সুযোগটা এখন নেই নিউজিল্যান্ডের। উল্টো মান বাঁচানোর লড়াই এখন তাদের জন্য। সিরিজ হাতছাড়া হয়ে যাওয়ায় বাকি দুই টি২০ জিতে এখন সম্মানজনক অবস্থানে থেকে শেষ করাটাই লক্ষ্য কেন উইলিয়ামসনদের। আজ সেই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ওয়েলিংটনে কোহলিদের মুখোমুখি হবে কিউইরা। এ দুই ম্যাচ জিততে পারলে অবশ্য সিরিজের ফলাফলটা একেবারে মন্দ হবে না। সিরিজ হেরে গেলেও তাতে স্বস্তির ছোঁয়া থাকবে। সেই প্রচেষ্টাই চালাবে কিউইরা। আর কোণঠাসা নিউজিল্যান্ডকে বাগে পেয়ে এবার শতভাগ জয় পেতেই উন্মুখ ভারত। বাকি দুই ম্যাচেও জিতে প্রতিপক্ষকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার সুযোগটা হারাতে চাইবে না তারা। কারণ টি২০ বিশ্বকাপে নামার সময় এই সিরিজের প্রতিটি জয়ই হবে কোহলিদের অন্যতম অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস। এনজেডসি অবশ্য এখুনি ওয়ানডে সিরিজ নিয়ে ভাবতে শুরু করেছে। টি২০ সিরিজে দলের এমন বিপর্যস্ত পরিস্থিতিতে এবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ভারতকে জবাব দিতে চায় কিউইরা। সে জন্য আগেভাগেই দল ঘোষণা করেছে এনজেডসি। গত বছর ১৪ জুলাই লর্ডসে নাটকীয় এক ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল কিউইরা। সেটাই ছিল উইলিয়ামসনদের সর্বশেষ ওয়ানডে। এবার ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে আগামী ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। এই সিরিজ খেলার জন্য উইলিয়ামসন বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন সতীর্থকে পাবেন না। একেবারে নতুন মুখ হিসেবে তার সতীর্থ হবেন তরুণ পেসার জ্যামিসন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেই ডাক পেয়েছিলেন ২৫ বছর বয়সী এ তরুণ। লোকি ফার্গুসনের ইনজুরি তাকে সুযোগটা করে দিয়েছিল। কিন্তু খেলতে পারেননি জ্যামিসন। এবার ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন। এবারও হাঁটুর ইনজুরি থেকে সেরে না ওঠায় নেই ফার্গুসন। এছাড়া হাত ভেঙ্গে যাওয়ার কারণে ট্রেন্ট বোল্ট ও বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে যাওয়াতে ম্যাট হেনরি থাকছেন না এই সিরিজে। তাদের অনুপস্থিতিতে প্রায় দেড় বছর পর ফিরেছেন কুগলেইন ও বেনেট। ২০১৭ সালে আয়ারল্যান্ড সফরে তারা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। উইকেটরক্ষক টম লাথাম ইনজুরি কাটিয়ে উঠলেও ব্যাকআপ হিসেবে মূলত ব্যাটসম্যান হয়েই ঠাঁই পেয়েছেন টম ব্লান্ডেল। আর লেগস্পিনার ইশ সোধি প্রথম ওয়ানডে খেলেই নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ভারতের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবেন। তাই তাকে পরের দুই ওয়ানডেতে দেখা যাবে না। নিউজিল্যান্ড ওয়ানডে দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জ্যামিসন, স্কট কুগলেইন, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি (শুধু প্রথম ওয়ানডে), টিম সাউদি ও রস টেইলর।
×