ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ লীগ কাপ, ১ মার্চ লন্ডনে ফাইনালে এ্যাস্টন ভিলার বিরুদ্ধে লড়বে ;###;পেপ গার্ডিওলার দল

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেও ফাইনালে ম্যানসিটি

প্রকাশিত: ১১:৪৮, ৩১ জানুয়ারি ২০২০

ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেও ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম লেগে ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে হারের মাসুল দিতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। যে কারণে ইংলিশ লীগ কাপ ফুটবলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক ম্যানচেস্টর সিটির বিরুদ্ধে ১-০ গোলে জিতেও ফাইনালে ওঠা হলো না রেড ডেভিলসদের। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যানচেস্টার ডার্বি ছিল উত্তেজনায় ভরপুর। গ্যালারিতে দু’দলের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে জিতেও বিদায় নিতে হয়েছে ম্যানইউকে। কেননা ৭ জানুয়ারি সেমির প্রথম লেগে ম্যানইউর মাঠে সিটি জিতেছিল ৩-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের জয় নিয়ে ফাইনাল মঞ্চে উঠে গেছে পেপ গার্ডিওলার দল। আগামী ১ মার্চ লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে সিটিজেনদের প্রতিপক্ষ এ্যাস্টন ভিলা। মঙ্গলবার রাতে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে লিচেস্টার সিটি। তাদের হারিয়ে ফাইনালের মঞ্চে উঠে এসেছে এ্যাস্টন ভিলা। সেমির দ্বিতীয় লেগে লিচেস্টারকে ২-১ গোলে পরাজিত করে স্বাগতিক ভিলা। বার্মিংহ্যামের ভিলা পার্কে ১২ মিনিটে রবার্ট টার্গেটের গোলে এগিয়ে যায় ভিলা। এরপর ৭২ মিনিটে লিচেস্টারকে সমতায় ফেরান প্রোমিচ ইসেনচো। ম্যাচটি যখন অতিরিক্ত সময়ে যাওয়ার অপেক্ষায় ছিল তখনই যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) ভিলার পক্ষে জয়সূচক গোলটি করেন মিসরের মিডফিল্ডার মাহমুদ ট্রেজেগুয়েট। এর আগে গত ৮ জানুয়ারি নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সেমির প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল লিচেস্টার। ওই ব্যর্থতার কারণেই ইংলিশ প্রিমিয়ার লীগের ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নদের লীগ কাপ থেকে বিদায় নিতে হয়েছে। ঘটনাবহুল ম্যাচের ৩৫ মিনিটে প্রথম সুযোগটিই কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যানইউ। সার্বিয়ান তারকা নেমাঞ্জা ম্যাটিট দারুণ দক্ষতায় সিটির জালে বল জড়িয়ে দেন (১-০)। গোল পাওয়ার পর মুহুর্মুহু আক্রমণ শানিয়েও আর সফল হয়নি রেড ডেভিলসরা। উল্টো ৭৫ মিনিটে গোলদাতা ম্যাটিচ লালকার্ড দেখে মাঠ ছাড়লে ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় ম্যানইউর। ম্যাচ শেষে ম্যানসিট কোচ পেপ গার্ডিওলা বলেন, পুরো ১৮০ মিনিট আমরা ম্যানইউ’র চেয়ে ভাল খেলেছি। গোলের জন্য অনেক সুযোগও সৃষ্টি করেছি। তবে শেষটা ভাল হয়নি। এখান থেকেই শিক্ষা নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। সিটির বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন বলেন, ম্যাচটি কিভাবে হারলাম তা আমি বুঝতে পারছি না। মনে হয় আমরা কিছুটা হাল্কা মেজাজে ছিলাম। আমার মতে ম্যানচেস্টার ইউনাইটেড কোন সুযোগই পায়নি। অন্যদিকে ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, যেখানে ১১ জন নিয়েই একটি গোল করা কঠিন। আর আমরা তো ১০ জনের দলে পরিণত হয়েছি। ওই লালকার্ড কোনভাবেই হতে পারে না। এটি আমার কাছে কৌতুকের মতো মনে হয়েছে। এই ছেলেদের নিয়ে আমি সত্যিই গর্বিত। সিটির মাঠেই ছেলেরা তাদের দুইবার হারিয়েছে। দলের জন্য তারা সবকিছুই করেছে। ম্যাচে ফুটবল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে দুই দলের সমর্থকদের আচরণ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ম্যাচে সিটি সমর্থকরা দু’হাত ছড়িয়ে বিমানের অঙ্গভঙ্গি দেখিয়েছেন ম্যানইউর সমর্থকদের প্রতি। রেড ডেভিলস সমর্থকদের খোঁচাতেই এমন আচরণ। ১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় প্রায় গোটা দলই হারিয়েছিল ম্যানইউ। যেখানে নিহত হয়েছিল ২৩ জন। অঙ্গভঙ্গির মাধ্যমে কষ্টের ওই স্মৃতি খুঁচিয়ে ম্যানইউ সমর্থকদের স্মরণ করিয়ে দিয়েছে সিটি সমর্থকরা। তবে পাল্টা জবাব দিয়েছেন ম্যানইউ সমর্থকরাও। ম্যাচ শেষে সিটি সমর্থকদের উদ্দেশে তারা চেয়ার ছুড়ে মেরেছেন। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিটি কোচ গার্ডিওলা। তিনি বলেন, জানি না ঠিক কি ঘটেছে। তবে এটি মোটেও ভাল খবর না।
×