ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিএলের অষ্টম আসর শুরু আজ

প্রকাশিত: ১১:৪৭, ৩১ জানুয়ারি ২০২০

বিসিএলের অষ্টম আসর শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) অষ্টম আসর শুরু হচ্ছে আজ। বরাবরের মতো চার অঞ্চল নিয়ে লীগ শুরু হচ্ছে। বিসিবি দক্ষিণাঞ্চল, ওয়ালটন মধ্যাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল অংশ নিচ্ছে লীগে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লীগের ম্যাচগুলো সকাল সাড়ে নয়টায় শুরু হবে। যেদিন খেলা আছে সেদিন চারটি দলই মাঠে নামবে। আজ প্রথমদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল মুখোমুখি হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল লড়াই করবে। বিসিএলের শিরোপা উন্মোচনও হয়েছে বৃহস্পতিবার। আজ লীগ শুরু হয়ে চারদিনের ম্যাচের এ লীগ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে ৭ থেকে ১০ ফেব্রুয়ারি কক্সবাজারে বিসিবি দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল এবং সিলেটে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে। ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ডে কক্সবাজারে বিসিবি দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল লড়াই করবে। লীগপর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। যে দুটি দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে তারাই শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে। এর আগে সাতবার লীগ হয়। সবচেয়ে বেশি চারবার লীগের শিরোপা জিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এবার দলটির ফ্র্যাঞ্জাইজি প্রাইম ব্যাংক দলের সঙ্গে থাকছে না। আর তাই বিসিবি’র তত্ত্বাবধানেই এই দলটি এবার চলবে। এরপর দুইবার ওয়ালটন মধ্যাঞ্চল, একবার বিসিবি উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন হয়। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। দক্ষিণাঞ্চল দুইবার করে টানা চারবার চ্যাম্পিয়ন হয়। ২০১৩-১৪, ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর সর্বশেষ দুইবার ২০১৭-১৮, ২০১৮-১৯ মৌসুমে শিরোপা জিতে। প্রথমবার ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে ২০১৫-১৬ মৌসুমে মধ্যাঞ্চল শিরোপা জয় করে। ২০১৬-১৭ মৌসুমে উত্তরাঞ্চল চ্যাম্পিয়ন হয়। এবার দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন হলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে। এবার শিরোপা জিতবে কোন দল? এবার জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম ও তৃতীয় রাউন্ড খেলবেন। তাতে করে লীগ জমে উঠতে পারে। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা লীগে খেলা মানেই লীগের জৌলুস বেড়ে যাওয়া। যা সচরাচর দেখা যায় না। এবার যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে (৭ থেকে ১১ ফেব্রুয়ারি) টেস্ট ও জিম্বাবুইয়ের বিরুদ্ধে (২২ থেকে ২৬ ফেব্রুয়ারি) টেস্ট রয়েছে। তাই জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও বিসিএল খেলতে হবে। লীগে সবদলই সমান শক্তির হয়েছে। এ লীগ ১৮ দিন ধরে চলবে। ৫৪ ক্রিকেটারকে চার দলে ভাগ করে নেয়া হয়েছে। আর ২৪ জনকে ধরে রাখা হয়েছে। মাশরাফি বিন মর্তুজা ও নিষিদ্ধ হয়ে থাকা সাকিব আল হাসানকে লীগে দেখা যাবে না। লীগে দল পাননি প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা তুষার ইমরানও। সোমবার লীগের ‘প্লেয়ার্স ড্রাফট’ হয়। খেলোয়াড় বাছাইয়ে সাব্বির রহমান রুম্মন ও আবু হায়দার রনি এবং মেহেদী হাসান রানাও দল পাননি। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম ইনজুরির জন্য প্রথম রাউন্ডে খেলতে পারবেন না। বিপ টেস্টে পাস করতে না পারায় নাসির হোসেনও প্রথম রাউন্ড খেলতে পারবেন না। ২০১৭ সালের পর আবার খেলবেন মুস্তাফিজুর রহমান। বিসিবি উত্তরাঞ্চলে তারকা ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, রনি তালুকদার, জহুরুল ইসলাম, এনামুল হক জুনিয়র, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, এবাদত হোসেন আছেন। বিসিবি দক্ষিণাঞ্চলে মাহমুদুল্লাহ রিয়াদ, শাহরিয়ার নাফিস, আবদুর রাজ্জাক, আল-আমিন, এনামুল হক, মেহেদী হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম রয়েছেন। ওয়ালটন মধ্যাঞ্চলে মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, শুভাগত হোম এবং ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে মুমিনুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, রুবেল হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন ও নাঈম হাসান আছেন।
×