ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিম্নমানের স্টল ও পণ্যে আন্তর্জাতিক মান হারাচ্ছে বাণিজ্য মেলা

প্রকাশিত: ১১:৪১, ৩১ জানুয়ারি ২০২০

নিম্নমানের স্টল ও পণ্যে আন্তর্জাতিক মান হারাচ্ছে বাণিজ্য মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিম্নমানের স্টল ও পণ্যের কারণে আন্তর্জাতিকমান হারাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা-বিক্রেতারা বলছেন, মান হারিয়ে ঢাকার এ মেলা রূপ নিয়েছে দোকানদারিতে। গাউছিয়া, নিউমার্কেট বা গুলিস্তানের চিত্রই দেখা যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। ফুটপাতের দোকানদের মতো এমন হাঁকডাকে বিরক্ত মেলায় আসা ক্রেতারা। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই বলছেন, বছর বছর আরও খারাপ হচ্ছে মেলার পরিবেশ। আন্তর্জাতিকমান হারিয়ে এটি এখন রূপ নিয়েছে সাধারণ মার্কেটের দোকানদারিতে। প্রায় একই কথা বলছে, আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। নিম্নমানের পণ্যের চাহিদার কথা বলে দায় এড়াচ্ছেন তারা। বাণিজ্য মেলায় নিম্নমানের পণ্য প্রসঙ্গে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সদস্য সচিব আব্দুর রউফ বলেন, মেলায় নিম্নমানের পণ্যের চাহিদা থাকায় দেখা মিলছে এসব পণ্যের। তবে মেলার মান বজায় রাখতে আন্তর্জাতিকমানের পণ্যের প্রতি নজর দেয়া উচিত বলে মনে করেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সদস্য সচিব আব্দুর রউফ। তবে এসব মানতে নারাজ দর্শনার্থী-ক্রেতারা-বিক্রেতারা। তারা বলছেন, আন্তর্জাতিকমানের পণ্যের প্রতি অবশ্যই জোর দিতে হবে আয়োজকদের। এখানে ছাড় দেয়ার সুযোগ নেই।
×